Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪

বিটিসিএল নিয়ন্ত্রিত ডোমেইন সার্ভারে ত্রুটি: ওয়েবসাইট ব্রাউজিংয়ে বিঘ্ন

বিটিসিএল নিয়ন্ত্রিত ডোমেইন সার্ভারে ত্রুটি: ওয়েবসাইট ব্রাউজিংয়ে বিঘ্ন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) নিয়ন্ত্রিত তিনটি ডোমেইন সার্ভারে ত্রুটি দেখা দেওয়ায় মঙ্গলবার রাত থেকে ব্যাপক বিঘ্ন ঘটেছে। এর ফলে, ডট গভ ডট বিডি, ডট বাংলা, এবং ডট কম ডট বিডি ডোমেইন ব্যবহারকারী সরকারি ও বেসরকারি ওয়েবসাইটগুলোতে প্রবেশ করতে পারছেন না ব্যবহারকারীরা।

দেশের প্রায় সব মন্ত্রণালয়ের ওয়েবসাইট এসব ডোমেইন ব্যবহার করে তৈরি করা হয়েছে। ফলে, এই ত্রুটির কারণে জনগণ গুরুত্বপূর্ণ সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

এছাড়াও, দারাজ, ইভ্যালি, ইউএনবিসহ বহু জনপ্রিয় বেসরকারি ওয়েবসাইটও এই ডোমেইন ব্যবহার করে। ত্রুটির কারণে এই ওয়েবসাইটগুলোতেও প্রবেশ করা সম্ভব হচ্ছে না।

সূত্র জানায়, মঙ্গলবার রাত থেকে বিটিসিএল নিয়ন্ত্রিত তিনটি ডোমেইন সার্ভারে ত্রুটি দেখা দিয়েছে। এই ত্রুটির কারণে ওয়েবসাইটগুলোর ডোমেইন নাম (domain name) রিসোল্ভ করা সম্ভব হচ্ছে না। ফলে, ব্রাউজার ওয়েবসাইট খুঁজে পেতে ব্যর্থ হচ্ছে।

বিটিসিএল কর্তৃপক্ষ ত্রুটি সমাধানের জন্য কাজ করছে বলে জানা গেছে। তবে, ত্রুটি সমাধানে কত সময় লাগবে তা এখনও স্পষ্ট নয়।


এমআইপি