Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শনিবার, ১১ মে ২০২৪

অবসর ভেঙে ফেরার ম্যাচে বলই করতে পারলেন না আমির

অবসর ভেঙে ফেরার ম্যাচে বলই করতে পারলেন না আমির
ছবি: সংগৃহীত

আসন্ন টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও নিউজিল্যান্ড। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত এই ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়।

দীর্ঘ সাড়ে ৪ বছরের অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন পাক পেসার মোহাম্মদ আমির। কিন্তু ম্যাচে বল করার সুযোগ পাননি তিনি।

ম্যাচ শুরুর আগে থেকেই বৃষ্টি হচ্ছিল। পরে বৃষ্টি থামার পর খেলা শুরু করা হয়। তবে মাত্র ৫ ওভার খেলার পরই আবার বৃষ্টি শুরু হয়ে যায়।

টসে হেরে ফিল্ডিংয়ে নেমেছিল পাকিস্তান। তাদের পক্ষে প্রথম ওভারে শাহিন আফ্রিদি মাত্র দুটি বল করতে পেরেছিলেন। তার দ্বিতীয় বলেই বোল্ড হয়ে যান নিউজিল্যান্ডের অভিষিক্ত ব্যাটসম্যান টিম রবিনসন।

এই উইকেট উদযাপনের সময়ই আবার শুরু হয় বৃষ্টি। এরপর আর খেলা সম্ভব হয়নি।

এই ম্যাচে পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি অভিষেক ঘটেছে ব্যাটসম্যান উসমান খান, স্পিনার আবরার আহমেদ ও অলরাউন্ডার মোহাম্মদ ইরফান খানের।

সিরিজের পরবর্তী দুটি ম্যাচ ২০ ও ২১ এপ্রিল রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে। এরপর লাহোরে সিরিজের শেষ দুটি ম্যাচ খেলা হবে ২৫ ও ২৭ এপ্রিল।
এমআইপি