Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

অনলাইনে রোমান্স করার দিন আজ

অনলাইনে রোমান্স করার দিন আজ
প্রতীকী ছবি

আজকের দিনটি অনলাইনে রোমান্স করার দিন। ন্যাশনাল টুডে অবলম্বনে এই দিনটি পালন করে অনেকেই। প্রতি বছরের ১৪ মে দিনটি পালন করে বিশ্বের নানা প্রান্তের নানা বয়সী মানুষেরা।

এক সময়ের রোমান্সের সাথে বর্তমান সময়ের রোমান্সের অনেকটাই তফাৎ রয়েছে। অনলাইনের যুগে সব কিছুর সহজলভ্যতা রোমান্সকে করেছে সহজ যদিও সেই আবেগ কতটা রয়েছে প্রশ্ন থেকে যায়। গত কয়েকদশক থেকেই অনলাইনেও জনপ্রিয়তা পেয়েছে ডেটিং। যেখানে সহজেই মানুষ চাইলে এক স্থান থেকে অন্য দেশে যোগাযোগ স্থাপন করতে পারে বা ডেটিং করতে পারে।

১৯৬৫ সালে ম্যাচ ডটকম সর্বপ্রথম অনলাইনে ডেটিং বা রোমান্স চালু করে।  ২০০৭ সাল নাগাদ অনলাইন ডেটিং ছিল দ্বিতীয় জনপ্রিয় অনলাইন পেইড পরিষেবা। এভাবেই সারাবিশ্বে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে অনলাইন ডেটিং।

তাই আজ, কোন বন্ধু কিংবা দূরের কোন বান্ধবীর সাথে অনলাইনে জমাতে পারেন জম্পেশ আড্ডা। তবে দেরী কেন, ফোন করে বসুন দূরের বন্ধু কিংবা প্রিয়তমাকে, শুরু হোক রোমান্সের অন্যতম নতুন একটি দিন।

 


কেএ

নামাজের সময়সূচী

শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪