Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

শাকিবকে ছাড়িয়ে যেতেন মাহি

শাকিবকে ছাড়িয়ে যেতেন মাহি
মাহিয়া মাহি

চিত্রনায়িকা মাহিয়া মাহি। কাজ দিয়ে যতোটা না আলোচনায় ছিলেন, তার চেয়ে বেশি আলোচনায় প্রেম, বিয়ে, স্বামী সংসার ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে।

তবে অনেকে মনে করছেন তার ক্যারিয়ারও হতে পারতো বাংলা সিনেমা ইন্ড্রাস্ট্রির অনেক সফল নায়িকাদের মতো। কিন্তু না হওয়ার একটাই কারণ দেখেছেন তার। নিজের ভুল সিদ্ধান্তের কারণে স্বামী সংসার তো হারিয়েছেন, সেই সঙ্গে হারিয়েছেন সিনেপাড়ার জনপ্রিয়তাও।

যদিও আবারও ঘুরে দাঁড়াতে মরিয়া এই নায়িকা। তবে ঘুরে দাঁড়াতে পারলেও যা পাওবার কথা তা এই নায়িকার পক্ষে এখন আর কখনওই সম্ভব নয়।

চিত্রনায়িকা মাহিয়া মাহি, সিনে জগতে পা রেখেছেন জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে। তার অভিনীত ভালোবাসার রঙ, অগ্নি, পোড়ামন সিনেমাগুলো ব্যবসা সফল হয়। এসব সিনেমায় অভিনয় করে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। হঠাৎই জাজ ছেড়ে দেওয়া, আলোচনায় প্রেম, বিয়ে স্বামী সংসার নিয়ে। এরপর বিচ্ছেদ আবার বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া, রাজনীতির মাঠে দৌড়ঝাঁপ সব ছাপিয়ে আবারও দ্বিতীয় সংসারে ইতি টেনে সিনেপাড়ায় নিজের অবস্থান তৈরিতে মরিয়া এই নায়িকা।

তবে এসব কিছুর ঊর্ধ্বে যার হাত ধরে সিনে জগতে পা রেখেছিলেন মাহিয়া মাহি, সেই প্রযোজক আবদুল আজিজের তাকে নিয়ে করা মন্তব্য। তার মতে এই নায়িকা যদি ক্যায়িারের পিক টাইমে জাজ না ছেড়ে কাজে মনাযোগী হতেন তাহলে আগামী দিনে শাবানা, শাবনূরের যে অবস্থান সেখানেই থাকতেন। হয়ে উঠতেন এই নায়িকাদের মতো সুপারস্টার।

এই নায়িকাকে দুর্ভাগাও বললেন জাজ মাল্টি মিডিয়ার প্রধান। বলেন, দুবছর কাজ করলেই পারিশ্রমিকের দিক থেক ছাড়িয়ে যেতেন ঢালিউড সুপারস্টার শাকিব খানকেও। জীবনে অনকে টাকা ইনকাম করতে পারলেও তার ক্যারিয়ারে যেখানে থাকার কথা ছিল সে যায়গায় আর কখনও পৌঁছাতে পারবে না বলেও মনে করছেন এই প্রযোজক।

তবে জাজ ছেড়ে দেওয়ার পরও এই নায়িকার সঙ্গে যে চুক্তি ছিল সে অনুযায়ী প্রতিষ্ঠানটি তার সব পাওনা বুঝিয়ে দিয়েছেন বলে জানান আবদুল আজিজ।

 
কেএ

সর্বশেষ

নামাজের সময়সূচী

রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪