Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪

জাবিতে ৭ দিনব্যাপী নাট্য পার্বণ শুরু শনিবার

জাবিতে  ৭ দিনব্যাপী নাট্য পার্বণ শুরু শনিবার
(ছবি সংগৃহিত)

'রক্তিম রজ্জু ছিঁড়ে রাঙ্গুক পৃথিবী' স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হচ্ছে ৭ দিনব্যাপী নাট্য পার্বণ ।প্রতিবছরের মতো এবারও এই পার্বণের আয়োজন করেছে জাহাঙ্গীরগর থিয়েটার। সেলিম আল দীন মুক্তমঞ্চে এ নাট্যপার্বণ চলবে ৫ অক্টোবর পর্যন্ত।

শনিবার  বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পার্বণের সূচনা হবে। সকাল ৯ টায় শহীদ মিনারে অমর একুশে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে পার্বণের  উদ্বোধনী করবেন জাহাঙ্গীরগর থিয়েটার ।

জাহাঙ্গীরনগর থিয়েটারের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম মেঘ বলেন,  প্রতিষ্ঠার ৪৪ বছরের ধারাবাহিকতায় এবারের নাট্যপার্বণে মোট ছয়টি নাটক পরিবেশিত হবে। এর মধ্যে ২৯ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজিত নাটক ‘হায়েনার খাঁচায় বদ্ধ জীবন’, ৩০ সেপ্টেম্বর ওপেন স্পেস থিয়েটার প্রযোজিত ‘দ্যা আর্ট’, ০২ অক্টোবর এক্টোম্যানিয়া প্রযোজিত ‘হ্যামলেট মেশিন’, ০৩ অক্টোবর প্রাচ্যনাট প্রযোজনায় ‘পুলসিরাত’, ০৪ অক্টোবর জাহাঙ্গীরনগর থিয়েটার প্রযোজিত ‘দ্বিতীয় মৃত্যুর আগে’ এবং ০৫ অক্টোবর আরশিনগর প্রযোজিত মঞ্চনাটক ‘সিদ্ধার্থ’ মঞ্চায়িত হবে।এছাড়া নাট্যপার্বণে আবুল মনসুরকে গুণীজন এবং জিয়াউল হককে নাট্যজন সম্মাননা প্রদান করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, ১৯৮০ সালে জাহাঙ্গীরনগর থিয়েটার প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে জাহাঙ্গীরনগর থিয়েটার সর্বমোট ১১৪টি নাটকের প্রায় চার শতাধিক সফল মঞ্চায়ন করেছে।

প্রতিদিন সন্ধ্যা  ৭ টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে প্রদর্শনী শুরু হবে। দর্শকরা বিনা টিকেটে সবগুলো নাটক উপভোগ করতে পারবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

 


এএজি

আরও পড়ুন