Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪

২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৩৭

২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৩৭
ছবি: সংগৃহীত

লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির এ হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন।

শুক্রবার (০৪ অক্টোবর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হিজবুল্লাজর ওপর ইসরায়েলি শত্রুরা হামলা অব্যাহত রেখেছে। গত ২৪ ঘণ্টায় তাদের তাদের হামলায় ৩৭ জন নিহত এবং ১৫১ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলের হামলায় মোট নিহতে সংখ্যা বেড়ে এক হাজার ৯৭৪ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে অন্তত ১২৭ শিশু রয়েছেন। এ ছাড়া এ হামলায় আহতদের সংখ্যা বেড়ে ৯ হাজার ৩৮৪ জনে পৌঁছেছে।

এদিকে হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে, মাঠপর্যায় ও নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে যে বৃহস্পতিবার যোদ্ধারা বীরত্বের স্বাক্ষর রেখেছে। এ দিন নিহত ইসরায়েলি কমকর্তা ও সেনার সংখ্যা ১৭ জনে পৌঁছেছে।

হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় এ সংঘর্ষ হয়েছে। এ সময় লেবাননের মারুন আল রাস গ্রামে ইসরায়েলি সেনারা প্রবেশের চেষ্টাকালে তাদের ওপর বোমা হামলা করা হয়েছে।

এর আগে বুধবারের ঘটনা উল্লেখ করে আলজাজিরা জানায়, অভিযান শুরু করে প্রথম দিনে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। লেবাননের সীমান্তের ভেতরে প্রবেশ করে আবার পিছু হঠেছে তারা। এ ছাড়া সেনা থেকে শুরু করে ট্যাংকও গুঁড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ।

প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর প্রথম দিনে পৃথক তিনটি স্থানে সংঘর্ষ হয়েছে। এতে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রথম দিনের সংঘর্ষে অন্তত আটজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ডজনের বেশি সেনা।

আলজাজিরা জানিয়েছে, হিজবুল্লাহর হামলায় আহতদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে সঙ্গে ইসরায়েলি সেনাদের ভয়াবহ সংঘর্ষ হয়েছিল। যদিও বিষয়টি আগে থেকেই অনুমেয় ছিল, কেননা ২০০৬ সালে সবশেষ তারা মুখোমুখি হয়েছিল।

 
কেএ