Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

আক্কেলপুরে ৬ দিনের ৮টি গরু চুরি, আটক-২

আক্কেলপুরে ৬ দিনের ৮টি গরু চুরি, আটক-২

জয়পুরহাটের আক্কেলপুরে গত ৬ দিনে পৃথক দুটি স্থান থেকে ৮টি গরু চুরির খবর পাওয়া গেছে। গরু চুরির ঘটনায় দুইজনকে আটক করা হলেও, এখন পর্যন্ত চুরি যাওয়া কোন গরু উদ্ধার হয়নি। এতে চুরি হওয়া গরু পাওয়া নিয়ে দুশ্চিন্তায় আছেন গরু মালিকরা।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের আওয়ালগাড়ী শেখপাড়া থেকে গত ২১ সেপ্টেম্বর রাতে বাড়ির ভেতরের গোয়ালঘর থেকে হেলাল উদ্দীন মন্ডলের ৩টি ও সুলতান হেসেনের ২টি এবং গত ২৭ সেপ্টেম্বর রাতে গোপীনাথপুর ইউনিয়নের আলী মামুদপুর দক্ষিণপাড়া গ্রামের মৎস্য চাষী জুয়েলের বাড়ি থেকে ৩টি গরু চুরির ঘটনা ঘটেছে। সব মিলিয়ে গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৭ লক্ষ টাকা।

আরো জানা গেছে, গত দুই দিনে গরু চুরির ঘটনায় আক্কেলপুর থানা পুলিশ দুইজনকে আটক করে আদালতে পাঠিয়েছে। আটককৃতরা হলেন, গোপিনাথপুর ইউনিয়নের আলী মামুদপুর দক্ষিণপাড়া গ্রামের মোহন রবিদাসের ছেলে প্রশান্ত রবিদাস (৩২) এবং একই ইউনিয়নের বারইল গ্রামের মিলো মন্ডলের ছেলে মোসলেম উদ্দীন মনির (৪৬)। তাদের দুই জনের বিরুদ্ধেই বিভিন্ন থানায় চুরি ও মাদক বিষয়ে একাধিক মামলা রয়েছে।

আক্কেলপুর থানা পুলিশের দাবী, আটক হওয়া দুই ব্যাক্তিই গরু চোর চক্রের সদস্য এবং এই সকল গরু চুরির ঘটনায় তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে।

 হটাৎ গরু চুরি বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় রাত্রীযাপন করছেন গরু মালিকরা। নিরাপত্তা ব্যবস্থ্যা জোড়দারের দাবী জানিয়েছেন অনেকেই।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন হোসেন বলেন, তারা গরু চোর চক্রের সক্রিয় সদস্য। গরু চুরির ঘটনায় তাদের সম্পৃক্তা প্রাথমিকভাবে পাওয়া গেছে। তাদের রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে।

 
কেএ