জাবিতে নৈশপ্রহররী ও কর্মচারীদের মাঝে শিবিরের কম্বল বিতরণ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রধান ফটক, অনুষদ ভবন, ইনস্টিটিউট, টিএসসি ও হলের নৈশপ্রহরী ও কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাবি শাখা।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ৮ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকা থেকে এ কর্মসূচি শুরু করেন তারা৷
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হারুনুর রশিদ রাফি, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মুহিব ও সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সাকি উপস্থিত ছিলেন। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেইট, সমাজবিজ্ঞান অনুষদ, ক্যাফেটেরিয়া, টিএসসি, পদার্থ ও রসায়ন অনুষদ, প্রশাসনিক ভবন, শেখ রাসেল হল এলাকা ও আনসার ক্যাম্প এলাকায় নৈশপ্রহরী, কর্মচারী, নিরাপত্তা রক্ষীদের হাতে কম্বল তুলে দেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এলাকাগুলোতে মোট ১০০ টি কম্বল বিতরণ করা হয়েছে বলে জানান তারা।
কর্মসূচি সম্পর্কে শাখা শিবিরের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মুহিব বলেন, আমরা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে হয়তো সব মানুষের পাশে দাঁড়ানো সম্ভব নয়। আমরা সমাজের সামর্থ্যবান সকলকে আহ্বান জানাই, তারা যেন এগিয়ে এসে শীতার্ত মানুষের সাথে এ উষ্ণতাকে ভাগাভাগি করে নেয়। আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।
শাখা শিবিরের সভাপতি হারুনুর রশিদ রাফি বলেন, ঢাকার অন্যান্য অঞ্চলের তুলনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অঞ্চল তুলনামূলকভাবে বেশি শীতপ্রবণ। এ অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠী এই ঠান্ডা মোকাবিলায় আর্থিকভাবে কম সামর্থ্যবান। জাবি ছাত্রশিবির সে কথা মাথায় রেখে শীতের শুরুতেই তাদের জন্য সামান্য উপহার নিয়ে এসেছে। ভবিষ্যতে তাদের যেকোনো সাহায্যেও ছাত্রশিবির এগিয়ে আসবে। আমরা চাই অন্যান্য রাজনৈতিক -সামাজিক সংগঠনগুলোও এমন কাজে এগিয়ে আসুক।
কেএ