Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪

জাবির বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ

জাবির বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ
(ছবি সংগৃহিত)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জিমনেশিয়ামে আন্ত:বিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় দর্শন বিভাগকে হারিয়ে  চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। 

মঙ্গলবার ( ১ অক্টোবর)  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ( জাবি) জিমনেসিয়ামে আন্ত:বিভাগ বাস্কেটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্ত:বিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় ৩৫-৩৩ পয়েন্ট ব্যবধানে নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এবং রানার্স আপ হয়েছে দর্শন বিভাগ। বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

আন্ত:বিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী, সর্বোচ্চ স্কোর করেছেন দর্শন বিভাগের শাহানূর রহমান সজীব। এছাড়া ফেয়ার প্লে ট্রফি পেয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ।

খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, বাস্কেটবল প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি ও ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা, প্রক্টর অধ্যাপক অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, শারিরীক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক বেগম নাছরীনসহ উভয় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা খেলা উপভোগ করেন।


এএজি