Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪

ফিফা ফুটসাল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

ফিফা ফুটসাল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

উজবেকিস্তানে অনুষ্ঠিত হচ্ছে ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসর। আর ইতোমধ্যেই টুর্নামেন্টটির ফাইনাল নিশ্চিত করেছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা।

রবিবার (৬ অক্টোবর) ফিফা ফুটসালের এবারের আসরের ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। খেলাটি অনুষ্ঠিত হবে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় বাংলাদেশ সময় রাত ৮টায়।

ইনডোরে পাঁচজনের যে ফুটবল, সেটিরই পোশাকি নাম ফুটসাল। ধীরে ধীরে বিশ্বজুড়েই জনপ্রিয় হয়ে উঠছে ফুটবলের ছোট এই সংস্করণ।

ফিফার ফুটসাল বিশ্বকাপের গত ৯টি আসরে ২০১৬ সালে মাত্র একবার চ্যাম্পিয়ন হতে পেরেছে আর্জেন্টিনা। তবে সর্বশেষ আসরে তারা রানার্সআপ হয়েছিল।

অপরদিকে বিগত ৯টি ফুটসাল আসরের ৬টিতেই ফাইনাল খেলেছে ব্রাজিল। জয়ী হয়েছে ৫টিতে। এবার জিততে পারলে ফিফা ফুটসাল বিশ্বকাপের “হেক্সা মিশন” পূরণ করবে তারা।

এবারের আসরে বেশি একটা গোল হজম করতে হয়নি সেলেসাওরাদের। প্রতিপক্ষের জালে বল রেখেই পার করেছেন বেশিরভাগ সময়।

 
এএজি

নামাজের সময়সূচী

শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪