Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪

জবিস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের আহ্বায়ক রবিউল ও সদস্য সচিব সুলাইমান

জবিস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের আহ্বায়ক রবিউল ও সদস্য সচিব সুলাইমান
(ছবি সংগৃহিত)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন আইন বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী রবিউল ইসলাম রিপন এবং একই ব্যাচের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ সুলাইমান সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।

গতকাল (৩ অক্টোবর)জবিস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টামন্ডলী (মাহাদি হাসান জুয়েল ও উপদেষ্টা মো. খাইরুল ইসলাম ,নূর নবি নিরব) ৩ মাসের জন্য ২৪ সদস্যদের এই কমিটির অনুমোদন করেন।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে জহিরুল ইসলাম সোহাগ এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে আশিকুর রহমান জিসান,ফাতেমা তুজ জহুরা ইমু,আদনান মাহমুদ সৈকত,মোঃ ফরহাদ হোসেন,আব্দুল্লাহ আল মামুন,আলী আজগর,আসাদুজ্জামান রিমন,মোঃ জিহাদ,মেহেদি হাসান মিরাজ,মেহেরাব হোসাইন অপি,একেএম আব্দুল্লাহ,আতাউল্লাহ আহাদ,ছন্দা দাস,আমিরুল ইসলাম রোকন,খাদিজা আক্তার আশাকেওমনোনীত করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মেহেদী হাসান নাঈম,রাকিব হোসাইন,রেজাউল করিম সাগর,মুহাম্মদ তানভীর,আল আমিন রায়হান,আফরিন সাদিয়া।

এর আগে, উপদেষ্টামণ্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী পূর্বের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।নবগঠিত কমিটির আহ্বায়ক রবিউল ইসলাম রিপন বলেন, "ভোলা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে আসা শিক্ষার্থীদের কল্যাণে আমাদের এই সংগঠন। সকলের কল্যাণে আমরা সবাই সম্মিলিতভাবে একে অপরের যে কোনো সুযোগ সুবিধায় পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ"। কমিটির সদস্য সচিব মোঃ সুলাইমান বলেন, "শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধান, সর্বাত্মক সহযোগিতাসহ, দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী। এই সংগঠন ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখবে।


এএজি

নামাজের সময়সূচী

শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪