Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

শিরোনাম :

ভারতের বিপক্ষে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ

ভারতের বিপক্ষে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

সাফ নারী চ্যাম্পিয়নশিপে একটু পরই ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে তিন গোলে না হারলে লাল সবুজ দলের সেমিফাইনাল নিশ্চিত। তবে পিটার বাটলারের দলের লক্ষ্য তিন পয়েন্ট। তাই একাদশে দুটি পরিবর্তন নিয়ে কাঠমান্ডু দশরথ স্টেডিয়ামে নামতে যাচ্ছে বাংলাদেশ দল।

পাকিস্তানের বিপক্ষে রক্ষণে ছিলেন কোহাতি কিসকু। আজ তার জায়গায় অভিজ্ঞ মাসুরা পারভীন খেলছেন। মিডফিল্ডার স্বপ্না রানীর জায়গায় সুযোগ পেয়েছেন মারিয়া মান্দা।

এই দুই পরিবর্তন নিয়ে লড়াই করার অপেক্ষায় বাংলাদেশ। এমনিতে কোচ ও খেলোয়াড়দের মধ্যে অন্তর্দ্বন্দ্বের গুঞ্জন চলছে। আজ সবার জন্য কঠিন পরীক্ষা। মাঠে কে কেমন পারফরম্যান্স করে দেখাতে পারে, তা দেখার রয়েছে। 

বাংলাদেশ একাদশ: রুপনা চাকমা, সাবিনা খাতুন, শিউলি আযীম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, মাসুরা পারভীন, মনিকা চাকমা, মারিয়া মান্দা, তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার জুনিয়র।

 


এএজি

নামাজের সময়সূচী

বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪