Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

ইসলামি মহাসম্মেলনে লোকারণ্য সোহরাওয়ার্দী উদ্যান

ইসলামি মহাসম্মেলনে লোকারণ্য সোহরাওয়ার্দী উদ্যান
ছবি: সংগৃহীত

সলামি দল উলামা মাশায়েখ বাংলাদেশ-এর ডাকা মহাসম্মেলনে যোগ দিতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যায় আলেম–ওলামা জড়ো হয়েছেন। তাবলিগ কওমি মাদ্রাসা ও দ্বীন রক্ষার্থে এ সম্মেলনের আয়োজন করেছে ওলামা মাশায়েখ বাংলাদেশ।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৯টায় শুরু হওয়া এই মহাসম্মেলন শেষ হওয়ার নির্ধারিত সময় দুপুর ১টা পর্যন্ত।

মহাসম্মেলনে দেশের শীর্ষ ওলামায়ে কেরামরা বক্তব্য দিচ্ছেন। তাবলিগ জামায়াতের দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভির বিপক্ষে এই মহাসম্মেলন করছেন প্রয়াত মাওলানা জুবায়েরুল হাসানের অনুসারীরা।

মঙ্গলবার ভোর থেকেই লোকজন সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে শুরু করেন। সম্মেলন শুরুর আগেই পুরো এলাকা লোকারণ্য হয়ে যায়। দেশের বিভিন্ন স্থান থেকে অনেকে এই সম্মেলনে যোগ দিয়েছেন বলে জানান অংশগ্রহণকারীরা।

সম্মেলনে শীর্ষ ওলামায়ে কেরামরা হুঁশিয়ারি দিয়ে বলছেন, দেশে ইজতেমা একবার হবে, দুবার নয়। ইজতেমার মাঠ ও কাকরাইল মসজিদে সাদপন্থীদের ঢুকতে দেওয়া হবে না।

তারা বলেন, “সাবেক ফ্যাসিবাদী সরকারের সঙ্গে যোগসাজশ করে নকল তাবলিগ নানা সুবিধা নিয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছ থেকেও যাতে সুবিধা নিতে না পারে সেজন্য তাদের প্রতিহত করতে হবে।”

 
এএজি

নামাজের সময়সূচী

মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪