Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর থিয়েটারের তিনদিন ব্যাপী "সংসক্তি সংঘট্ট"

সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর থিয়েটারের তিনদিন ব্যাপী
সংগৃহিত ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) 'ভাঙরে শেকল, আন্ রে আলো' এই স্লোগানকে সামনে রেখে সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে তিনদিন ব্যাপী 'সংসক্তি সংঘট্ট ' আয়োজন করেছে জাহাঙ্গীরনগর থিয়েটার । 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল চারটায় টিএসসির কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

আগামীকাল (শুক্রবার) উদ্বোধনী জাহাঙ্গীরনগর থিয়েটারের আয়োজনে পথ নাটক প্রদর্শন করবে পদাতিক নাট্য সংসদ ও নবরস । তাদের প্রদর্শনী নাটক " তাহাদের কথা" ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পথ নাটক "আর্তনাদ" । শনিবার প্রাচ্যনাট প্রদর্শন করবে পথ নাটক " speak Out -বাআসুদ" ও জাহাঙ্গীরনগর থিয়েটারের পথ নাটক " নন-ফিকশন "। রবিবার অনুষ্ঠিত হবে জাহাঙ্গীরনগর থিয়েটার ও বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে " মুক্তির গান ও কবিতা" 

সংবাদ সম্মেলনে জাহাঙ্গীরনগর থিয়েটারের সাধারণ সম্পাদক সাইয়েদা মেহের আফরোজ জানান, স্বৈরাচার পতন পরবর্তী সময়ে ২২ টি শিল্পকলায় ভাংচুরসহ অসংখ্য ভাষ্কর্য ভেঙে ফেলা হয়েছে। খুব সম্প্রতি গ্রুপ থিয়েটার ফেডারেশনের সমাবেশে মামুনুর রশিদের ওপর হামলা হয়। সংস্কৃতিকর্মীদের ওপর বারংবার হামলা আমাদের বিচলিত করে তুলছে। ভবিষ্যৎ সংস্কৃতিচর্চার দশা ও সংস্কৃতিকর্মীদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। 

এমতাবস্থায় আমরা মনে করি সংস্কৃতিকর্মীদের সংহতি একান্ত দরকার। এবং গনঅভ্যুত্থানের যে স্পৃহা আমাদের মননে আমরা লালন করি তার প্রদর্শনী অতীব জরুরি। তারই পরিক্রমায় আমাদের আয়োজন 'সংসক্তি সংঘট্ট: সাংস্কৃতিক প্রতিরোধ'। যেখানে বিভিন্ন নাট্যদল কর্তৃক পথনাটক প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হবে। 'ভাঙরে শেকল, আন্ রে আলো' এই স্লোগানকে সামনে রেখে আমরা চাই সম্মিলিত দ্রোহের মাধ্যমে সংস্কৃতির নবজাগরণ ঘটুক।

 


টিএ

নামাজের সময়সূচী

সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪

আরও পড়ুন