ভিনিসিউসের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়
এল ক্লাসিকোতে ঘরের মাঠে বার্সেলোনার বিপক্ষে ৪-০ ব্যবধানের বড় হার। এরপর চ্যাম্পিয়নস লিগের ম্যাচে এসি মিলানের বিপক্ষেও ঘরের মাঠে ৩-১ ব্যবধানের হার।
টানা দুই বড় হারে তেঁতে থাকা রিয়াল শনিবার (০৯ নভেম্বর) ঘরের মাঠে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ ওসাসুনাকে পেয়ে জ্বলে উঠলো। ভিনিসিউস জুনিয়রের হ্যাটট্রিকে ৪-০ ব্যবধানে জয় পেয়েছে।
এই জয়ে ১২ ম্যাচ থেকে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে রিয়াল। সমান ম্যাচ থেকে ৩৩ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে শীর্ষে। আর ২১ পয়েন্ট নিয়ে ওসাসুনা আছে পঞ্চম স্থানে।
এদিন ওসাসুনার বিপক্ষেও গোল পেতে ৩৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় রিয়ালকে। এ সময় জুদ বেলিংহ্যামের বাড়িয়ে দেওয়া বল পেয়ে গোল করেন ভিনি। ৪২ মিনিটে গোলের দেখা পান বেলিংহ্যামও। এ সময় রাউলের বাড়িয়ে দেওয়া বল পেয়ে ডান পায়ের শটে গোলরক্ষকের ওপর দিয়ে জালে জড়ান ইংলিশ মিডফিল্ডার। এটা ছিল চলতি মৌসুমে তার প্রথম গোল।
তাদের দুজনের গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লস ব্লাঙ্কোসরা।
বিরতির পর ৬১ ও ৬২ মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ভিনিসিউস। এক মাসের মধ্যে এটা ছিল তার দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে গেল ২২ অক্টোবর চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি। আর চলতি বছরে এটা ছিল তার তৃতীয় হ্যাটট্রিক।
এই হ্যাটট্রিক ওসাসুনার বিপক্ষে ১০ ম্যাচে তার মোট গোল হয়েছে ১১। যা লা লিগার কোনো দলের বিপক্ষে তার সর্বোচ্চ গোল।
২৪ নভেম্বর পয়েন্ট টেবিলের তলানির দিকে থাকা লিগানেসের মুখোমুখি হবে রিয়াল।
কেএ