Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

সেনবাগ থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৬

সেনবাগ থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৬
ছবি: সংগৃহীত

নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের অভিযানে ৬জন কে গ্রেফতার করা হয়। 

রোববার (১০ নভেম্বর ) গ্রেফতারকৃত ৬ আসামীকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। 

নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ আব্‌দুল্লাহ্-আল- ফারুক ও অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান রাজিব এর দিক-নির্দেশনায় ও সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান এর নেতৃত্বে ও তত্বাবধায়নে এসআই মোজাম্মেল হোসেন, এসআই জাকির হোসেন, এএসআই শাহাদাৎ হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ৯ নভেম্বর দিবাগত গভীর রাতে সেনবাগ থানাধীন মোহাম্মদপুর সাকিনে কল্যান্দী হাই স্কুলের সামনে নোয়াখালী টু ফেনী মহাসড়কের উত্তর পার্শ্বে মন্ত্রীরটেকগামী রাস্তার মুখে ছোট পুলের উপর হাতেনাতে উপস্থিত স্বাক্ষীদের উপস্থিতিতে ১১০পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি সিএনজি চালিত অটো রিক্সাসহ আসামী ১.মো: নুর নবী প্রঃনুরুন নবী(৩৫), ২. :মিলন হোসেন(৩০), ৩. শাহীনুর আলম চৌধুরী(২৮) ও ৪. মনিরুল ইসলাম প্র:ছাব্বির(২৫) গ্রেফতার করে এবং ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় মো: এমাম হোসেন প্রকাশ সুমন(৩১) ও জিআর নং-০৯/২৪ এর ওয়ারেন্ট ভুক্ত আসামী মাদক ব্যবসায়ী কুতুব উদ্দিন ফরহাদ কে গ্রেফতার করে। 

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান জানান, ধৃত আসামীদের কে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

 


এএজি

নামাজের সময়সূচী

বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪

আরও পড়ুন