Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

মুলাদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ

মুলাদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ
ছবি: সংগৃহীত

মুলাদী উপজেলার কাজির চর ইউনিয়নে ৬৬ নং দক্ষিণ কাজির চর সরকারি প্রাথমিক বিদ্যালয় আজ মঙ্গলবার ১২ ই নভেম্বর সকাল ১১ ঘটিকায় প্রধান শিক্ষক জনাব নুরুজ্জামান আনসারীর নেতৃত্বে সকল শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীদের সমন্বয়ে নারিকেল গাছের চারা বৃক্ষরোপণ করা হয়।

এসময় বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীদের মধ্যে বৃক্ষরোপণের উপকারিতা বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়, যাতে তারা তাদের পরিবার ও প্রতিবেশীদের এ বিষয়ে সচেতন করতে পারে।

এবং সাধারণ মানুষ ও ছাত্র-ছাত্রীগণ ব্যক্তিগত উদ্যোগে নিজেদের ফাঁকা জায়গায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে উৎসাহিত হয়। সামাজিক উদ্যোগে সম্মিলিতভাবে সড়কের পাশে, বিদ্যালয়, মসজিদ, মন্দির, কবরস্থান, শশ্মান কিংবা অন্যান্য ফাঁকা জায়গায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে উৎসাহিত হয়।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নুরুজ্জামান আনসারী সহ অন্যান্য শিক্ষক, শিক্ষিকা বৃন্দ ছাত্র-ছাত্রীদের বৃক্ষরোপণের উপকারিতার বিষয় পরামর্শ মূলক বক্তব্য রাখেন।

 


এএজি

নামাজের সময়সূচী

রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪