Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

কষ্ট কমছে না ইন্দ্রানী হালদারের

কষ্ট কমছে না ইন্দ্রানী হালদারের
অভিনেত্রী ইন্দ্রানী হালদার

ওপার বাংলা কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রানী হালদার। তিনি অসংখ্য চলচ্চিত্র, টেলিফিল্ম এবং টিভি সিরিজে কাজ করেছেন। টিভি সিরিজ গোয়েন্দা গিন্নির মাধ্যমে তার ক্যারিয়ারের শীর্ষে পৌঁছেছেন।

নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। পাঁচ বছর আগের ঘটনায় আবারও অভিনেত্রীর মনে তোলপাড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন।

যেখানে দেখা যায়, ভাই ইন্দ্রনীল হালদারের সঙ্গে ছবি। দু’জনের চোখেই সানগ্লাস, কোথাও ঘুরতে গিয়ে তোলা সম্ভবত ছবিটি, বা কোনও অনুষ্ঠানে।

ছবি পোস্ট করে ক্যাপশনে লিখলেন, ‘ভাই আজ ৫ বছর হলো তুই আমাদের ছেড়ে চলে গেছিস। কোথা দিয়ে সময় চলে গেলো, কিন্তু আমাদের কষ্ট একটুও কমছে না, আমি আর মা রোজই কাঁদি তোর জন্য। যেখানেই থাকিস ভালো থাকিস ভাই।’

অভিনেত্রীর পোস্টে সমবেদনা জানিয়েছেন অনুরাগীরাও। অভিনেত্রীর ভাইও পেশায় অভিনেতাই ছিলেন। জোছন দস্তিদারের ধারাবাহিকে ভাই-বোনের চরিত্রেই অভিনয় করেছিলেন তারা।

 


কেএ

নামাজের সময়সূচী

মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪