মধ্যেপ্রাচ্যের রাস্তায় ঘন কুয়াশা ও আকাশ মেঘাচ্ছন্ন
শীতের আগমনে মধ্যপ্রাচ্যের তথা আরব বিশ্বের অনেক রাস্তা কুয়াশার আড়ালে বাড়ীর ঘর কিছুই দেখা যায় না,বিশেষ করে সকালে ও রাতের বেলায় এ ধরনের ঘটনা গঠে থাকে।
মধ্যপ্রাচ্যের দেশ মোট ১৮টির মধ্যে,১৩টি আরব বিশ্বের অংশ। এসব দেশের মধ্যে সবচেয়ে জনবহুল দেশগুলো হলো মিশর, তুরস্ক, ইরান এবং সৌদি আরব কাতার এই অঞ্চলের ইতিহাস প্রাচীনকাল থেকেই শুরু সমাজ ও গোত্র ভেদে অর্থনৈতিভাবে কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই বেশ গুরুত্বপূর্ণ ও স্বাবলম্বী দেশ।
যথাক্রমে তুর্কি, পারস্যিক, কুর্দি, আজারি, কিবতীয়, ইহুদি, অ্যাসিরীয়, ইরাকি তুর্কমেন, ইয়াজিদি ইত্যাদি ইত্যাদি অংশে পরিলক্ষিত দেখাযায়। মধ্যপ্রাচ্য অঞ্চলজুড়ে সাধারণত গরম ও শুষ্ক জলবায়ু থাকে, বিশেষত আরব ও মিশরীয় অঞ্চলে।
উপকূল এবং তুরস্কের বেশিরভাগ অংশে শুষ্ক গ্রীষ্ম ও শীতল, আর্দ্র শীতসহ ভূমধ্যসাগরের মত তুলনামূলক নাতিশীতোষ্ণ জলবায়ু রয়েছে। এই অঞ্চলটিকে বোঝাতে আরো কিছু ধারণা প্রচলিত আছে। এর মধ্যে রয়েছে বৃহত্তর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা (মেনা), এটি মাগরীবের ও সুদানকেও অন্তর্ভুক্ত করে। মধ্যপ্রাচ্যের প্রায় অধিকাংশ অঞ্চলের আবহাওয়া নভেম্বর মাস থেকে পরিবর্তন হতে শুরু করেছে।
আস্তে আস্তে শীতের শীতল বাতাস বয়ে যাচ্ছে, কিছু কিছু জায়গায় সকালে কুয়াশাছন্ন দেখা যায়।যেখানে তাপমাত্রায় ছিল ৪৫ডিগ্রী সেলসিয়াস সে এখন ৩০-২০ ডিগ্রি সেলসিয়াস এর নিচে নামতে শরু করছে। শীতের এই আগমনের সাথে পাল্লা দিয়ে ইউরোপীয় নাগরিকগন মধ্য প্রাচ্য ঘুরে বেড়াতে পছন্দ করে থাকেন।
কেএ/মনিরুজ্জামান