Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

ভয়ংকর যুদ্ধবিমান তৈরি করেছে চীন

ভয়ংকর যুদ্ধবিমান তৈরি করেছে চীন
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ কে টেক্কা দিতে নতুন যুদ্ধবিমান তৈরি করেছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন। পঞ্চম প্রজন্মের এই স্টিলথ যুদ্ধবিমানের নাম জে-৩৫।

মঙ্গলবার পঞ্চদশ চায়না ইন্টারন্যাশনাল অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশনে অত্যাধুনিক এই যুদ্ধবিমান প্রথমবারের মতো সামনে আনে বেইজিং। এই খবর জানিয়েছে ফিন্যানশিয়াল টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, পঞ্চদশ আন্তর্জাতিক বিমান চলাচল ও মহাকাশ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানের পর রাডার উপেক্ষাকারী জেটটি অল্প সময়ের জন্য আকাশে উড়েছিল। দেশটির গুয়াংডং প্রদেশের ঝুহাইতে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ গত সপ্তাহে প্রথমবার এই যুদ্ধবিমানকে নিজেদের বহরে যুক্ত করেছে।

এরপর প্রথমবারের মতো রাডার ফাঁকি দিতে সক্ষম এই যুদ্ধবিমান জনসমক্ষে আনা হয়েছে। চীনের নতুন এই যুদ্ধবিমান পশ্চিমাদের দুশ্চিন্তা বাড়িয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 


কেএ

নামাজের সময়সূচী

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪