Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

ডেঙ্গু প্রতিরোধে আলেম-ওলামাদের সহযোগিতা চাইলেন চসিক মেয়র

ডেঙ্গু প্রতিরোধে আলেম-ওলামাদের সহযোগিতা চাইলেন চসিক মেয়র
ছবি: সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধে আলেম-ওলামাদের সহযোগিতা চেয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তার মতে, মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিনরা জুমার খুতবায় ডেঙ্গু প্রতিরোধ সম্পর্কে মুসল্লিদের সচেতন করলে তা ডেঙ্গু প্রতিরোধে ভালো ফল বয়ে আনবে।

বুধবার (১৩ নভেম্বর) চসিক পাবলিক লাইব্রেরি সম্মেলন কক্ষে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে আলেম-ওলামাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সহযোগিতা প্রার্থনা করেন মেয়র।

ডা. শাহাদাত বলেন, ডেঙ্গু প্রতিরোধে মূল অস্ত্র হলো সচেতনতা। আলেম সমাজের সদস্যরা মসজিদে এবং ধর্মীয় অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা প্রচার করলে সাধারণ জনগণ তা গুরুত্বের সঙ্গে নেবে। বিশেষ করে প্রতি জুমার খুতবায় খতিব সাহেবরা যদি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য রাখেন তা জনগণ অনুসরণ করবে। মাদরাসার শিক্ষকরা যদি ক্লাস নেওয়ার সময় ছাত্রদের ডেঙ্গু বিষয়ে বলেন, তাহলে ছাত্ররা সচেতন হবে। সমাজের কল্যাণে ইমাম, মুয়াজ্জিন, আলেমদেরই নেতৃত্ব দিতে হবে।

শুধু ডেঙ্গুই নয়, টিকার ক্ষেত্রেও জনসচেতনতা সৃষ্টিতে আলেমদের সহায়তা চেয়েছেন চসিক মেয়র। তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে বিনামূল্যে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে মেয়েদের জন্য এইচপিভি ভ্যাকসিন দেওয়া হচ্ছে। বাইরে থেকে এ টিকা নিতে তিন হাজার টাকা লাগে, অথচ আমরা বিনামূল্যে দিচ্ছি। কুকুরের কামড়ে আক্রান্তদেরও ভ্যাকসিন দেওয়া হচ্ছে। মেমন হাসপাতালে বিনামূল্যে এনএসওয়ান ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে। এ ছাড়া প্রতিটি ওয়ার্ডে আমাদের স্বাস্থ্যকেন্দ্রে নামমাত্র মূল্যে চিকিৎসকরা রোগী দেখছেন। এসব বিষয়ে আপনারা মানুষকে সচেতন করলে চট্টগ্রামকে হেলদি সিটি করতে পারব আমরা।

বাংলাদেশিদের ধর্মভীরু উল্লেখ করে আলেম-ওলামাদের উদ্দেশে ডা. শাহাদাত বলেন, আমরা ধর্মভীরু জাতি। আমরা আলেম-ওলামাদের অনেক সম্মান করি। আলেম-ওলামারা কোনো কথা বললে তা মানুষ অনেক মনোযোগের সঙ্গে, গুরুত্বের সঙ্গে শোনে। আপনারা যদি পরিচ্ছন্নতার বিষয়গুলোর সঙ্গে ইসলামের সম্পর্কের দিকটি মুসল্লিদের ব্যাখ্যা করে বলেন তা মুসল্লিদের মনে স্থান করে নেবে। আপনারা মসজিদে মুসল্লিদের কাছে এই বার্তাগুলো পৌঁছে দেবেন এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জনসচেতনতা বৃদ্ধির জন্য কাজ করবেন। আপনারা এ বিষয়ে বিশেষ ভূমিকা পালন করতে পারেন, কারণ সাধারণ জনগণ আপনাদের কথা গুরুত্বের সঙ্গে নেয় এবং অনুসরণ করে। আমরা সবার সহযোগিতায় একটি ডেঙ্গু মুক্ত চট্টগ্রাম গড়ে তুলতে চাই।

 


এএজি

নামাজের সময়সূচী

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪