Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
ছবি: সংগৃহীত

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে দেশটির রাজধানী বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনের সাইডলাইনে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

কপ-২৯ জলবায়ু সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত ওই বৈঠকে ড. ইউনূস ও ইলহাম আলিয়েভ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সম্মেলনের উদ্বোধনী দিনে ড. ইউনূস বিশ্বের অন্তত ২০টি দেশের শীর্ষ নেতা ছাড়াও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরমধ্যে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং তুর্কি ফার্স্ট লেডিও।

রাষ্ট্রীয় সফরসূচি অনুযায়ী, আগামী ১৪ নভেম্বর পর্যন্ত আজারবাইজানে অবস্থান করবেন প্রধান উপদেষ্টা। এই সময়ে দেশটির রাজধানী বাকু’তে অনুষ্ঠিত এ সম্মেলনে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ নিজেদের দাবিগুলো তুলে ধরবে। এছাড়াও ড. ইউনূস বিশ্ববাসীর কাছে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ যে ক্ষতির সম্মুখীন হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন।

 


এএজি

নামাজের সময়সূচী

শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪