সাকিবকে ছেড়ে দেওয়ার কারণ জানাল রংপুর রাইডার্স
আসন্ন বিপিএলের আগে দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি। বিপিএল খেলা নিয়ে সাকিবের জটিলতা থাকলেও, অনেকেই ভেবেছিল গ্লোবাল সুপার লিগে তাকে নিয়ে দল সাজাকে রংপুর। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ হলেও তা বাস্তবে রূপ নেয়নি।
গ্লোবাল সুপার লিগ খেলতে দেশ ছাড়ার আগে সাকিবকে দলে না নেওয়ার কারণে জানিয়েছেন রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম।
শনিবার (১৬ নভেম্বর) মিরপুরে সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে কথা বলেছেন তিনি।
মূলত, আবুধাবি টি-টেন লিগে খেলার জন্য চুক্তি করে ফেলায় সাকিবকে দলে নিতে পারেনি রংপুর। তানিমের ভাষ্য, গ্লোবাল সুপার লিগের আগেই আবুধাবি টি-টেন লিগের দল বাংলা টাইগার্স সাকিবের সঙ্গে চুক্তি করে ফেলে। আর বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরে তার থাকা না থাকা নিয়েও আমরা পরিষ্কার ছিলাম না। তাই সাকিবের সঙ্গে চুক্তি করতে পারেনি।
এদিকে রংপুরের অধিনায়ক সোহান সাকিবকে নিয়ে বলেন, ভাইকে এমন একজন খেলোয়াড় তাকে সবাই মিস করবে। আমরাও মিস করব। আমি যত দূর জানি আবুধাবি টি-টেন লিগে ব্যস্ত থাকবেন তিনি। তাই আমাদের সঙ্গে গ্লোবাল সুপার লিগে থাকতে পারেননি।
আগামী ২১ নভেম্বর থেকে মাঠে গড়াবে আবুধাবি টি-টেন লিগের অষ্টম আসর। এরপর ৫ দিন পর ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় পর্দা উঠবে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের। যেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে রংপুর রাইডার্স।
গত কয়েক আসরের মতো এবারেও টি-টেন লিগে বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন সাকিব। একই দলে সাকিবের সঙ্গে খেলবেন আফগানিস্তানের তারকা রশিদ খানও। এ ছাড়াও বাংলাদেশের তাওহীদ হৃদয় এবং শরিফুল ইসলাম খেলবেন বড় ভাই সাকিবের সঙ্গে।
সাকিবকে পেলেও দেশের তরুণ ক্রিকেটারদের নিয়ে দুর্দান্ত দল তৈরি করেছে রংপুর রাইডার্স। যেখানে অধিনায়ক হিসেবে থাকছেন সোহান। এ ছাড়াও রয়েছে সৌম্য সরকার, সাইফউদ্দিন, রিশাদ হোসেন ও আফিফের মতো তরুণ ক্রিকেটাররা। সবশেষ তারা দলে নিয়ে পাকিস্তানের খুসদিল শাহকে।
রংপুর রাইডার্স স্কোয়াড: নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, শেখ মাহেদী, আফিফ হোসেন, মোহম্মদ সাউফউদ্দিন, সাইফ হাসান, রিশাদ হোসেন, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, ম্যাথু ফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), হারমিত সিং (যুক্তরাষ্ট্র), খুসদিল শাহ (পাকিস্তান), ওয়েইন ম্যাডসেন (ইংল্যান্ড) এবং জ্যাক চ্যাপেল (ইংল্যান্ড)।
এএজি