Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

যবিপ্রবিতে সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ শুরু

যবিপ্রবিতে সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ শুরু
ছবি: সংগৃহীত

সংগীত, নৃত্য, উপস্থিত বক্তৃতা, দলীয় ও একক অভিনয়, দলীয় ও একক আবৃত্তি, গল্প বলা, বিতর্কসহ নানা বিভাগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ শুরু হয়েছে।

 বুধবার ( ২০ নভেম্বর) বিকেলে যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, শিক্ষার্থীরা ক্লাব কার্যক্রমের মাধ্যমে তাদের মধ্যকার সুকুমারবৃত্তি প্রকাশ করবে। নিজেদের দক্ষতা বাড়িয়ে সামনের দিকে তারা এগিয়ে যাবে। ক্লাব কার্যক্রম থেকে নিজেদের তৈরির সাথে সাথে সামাজিক দায়বদ্ধতাও পালন করবে। এ বিশ্ববিদ্যালয় হবে গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী এখানে দলীয় লেজুড়বৃত্তি রাজনীতি চর্চার কোনো সুযোগ নেই। ক্লাব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে লিডারশিপ তৈরি হবে। এতে দেশের নেতৃত্ব শূন্যতা পূরণ হবে।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মীর মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে যবিপ্রবির পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের অধ্যাপক ড. মো. মিনহাজ উদ্দিন মনির, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইদুজ্জামান, ছাত্র পরামর্শ ও নির্দেশন দপ্তরের সহকারী পরিচালক ড. মো. শহিদুল ইসলাম, কিশোর কুমার সরকার, ড. মো. সাব্বির হোসাইন, অনুশ্রী বিশ্বাস, মো. আশরাফুল ইসলাম, নার্সিং অ্যান্ড হেল্থ সায়েন্স বিভাগের প্রভাষক কুলসুমা আক্তার, ইংরেজি বিভাগের প্রভাষক মো. মাহমুদুর রহমান সিয়ামসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন যবিপ্রবি ডিবেট ক্লাবের সাধারণ সম্পাদক নওশীন জাহান জেরিন।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে যবিপ্রবি সাংবাদিক সমিতি, বিএনসিসি, জাস্ট ক্যারিয়ার ক্লাব, জাস্ট ব্লাড ব্যাংকের সদস্যবৃন্দ সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ বাস্তবায়নে সহায়তা করছে।

 


এএজি

নামাজের সময়সূচী

শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪