Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

নিজস্ব ভর্তি পদ্ধতিতে যাচ্ছে জবি, থাকছে লিখিত ও এমসিকিউ

নিজস্ব ভর্তি পদ্ধতিতে যাচ্ছে জবি, থাকছে লিখিত ও এমসিকিউ
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ভর্তির জন্য লিখিত ও এমসিকিউভিত্তিক নতুন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। ভর্তি কার্যক্রম শুরু হবে ২০২৫ সালের ৩১ জানুয়ারি চারুকলা ইউনিটের পরীক্ষা দিয়ে।

রেজিস্ট্রার শেখ গিয়াস উদ্দিন জানান, বিশ্ববিদ্যালয়ে এবার সেকেন্ড টাইমারদের সুযোগ থাকবে না। ভর্তি পরীক্ষায় লিখিত অংশে ৪৮, এমসিকিউতে ২৪ এবং এসএসসি ও এইচএসসি ফলাফলে ২৮ নম্বর থাকবে। নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ৩১ জানুয়ারি শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

পরীক্ষার সূচি অনুযায়ী, ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘ই’ ইউনিটের (চারুকলা অনুষদ) পরীক্ষা। এরপর ১৪ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ), ১৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট (কলা অনুষদ), ২১ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিট (বিজ্ঞান অনুষদ) এবং ২৮ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিটের (ব্যবসা অনুষদ) পরীক্ষা নেওয়া হবে।

 


এএজি

আরও পড়ুন