Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

সালমানের নায়িকা সারা

সালমানের নায়িকা সারা
সংগৃহিত ছবি

গত কয়েক দিন ধরে গুঞ্জন উড়ছে, বলিউডে পা রাখতে যাচ্ছেন টালিগঞ্জের অভিনেতা যিশু সেনগুপ্তের কন্যা সারা সেনগুপ্ত। তাও আবার বলিউডের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ সালমান খানের সঙ্গে জুটি বেঁধে তাঁর এই যাত্রা শুরু হবে। ভারতীয় একাধিক গণমাধ্যম এ নিয়ে খবরও প্রকাশ করে।

গত কয়েক দিন খবরটি নিয়ে আলোচনা চললেও নীরব ছিলেন সারা ও যিশু সেনগুপ্ত।এবার নিজের অবস্থান পরিষ্কার করলেন সারা।

এরই মধ্যে সারা সেনগুপ্ত মডেলিং শুরু করেছেন। শুধু তাই নয়, সৃজিত মুখার্জি নির্মিত ‘উমা’ সিনেমায় অভিনয় করে নজর কেড়েছেন এই তারকাসন্তান। সারা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়েছেন।

তাতে বিস্তারিত জানিয়ে এ অভিনেত্রী লিখেন, ‘কয়েকটি বিষয় পরিষ্কার করতে এলাম। আমার বলিউডে অভিষেক নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন দেখলাম। আমি ভবিষ্যতে অভিনয়ই করতে চাই, তবে আপাতত মডেলিংটাই মূল লক্ষ্য। আমি জানি না, এই গুঞ্জনের সূত্রপাত কীভাবে হলো।


টিএ

নামাজের সময়সূচী

সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪