বগুড়ায় জামায়াতের পক্ষ থেকে দুস্থদের অর্থ সহায়তা

বগুড়া শিবগঞ্জ উপজেলায় ময়দানহাট্টা ইউনিয়ন শাখার পক্ষ থেকে দুস্থদের মাঝে অর্থ প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়দানহাট্টা ইউনিয়ন শাখা।
আজ (১৭ নভেম্বর) সকাল ১১ টায় ময়দানহাট্টা ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের রোগী আলম সরকারকে অর্থ প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়দানহাট্টা ইউনিয়ন শাখা।
এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন আমীর মাওলানা মোসলেম উদ্দিন, সেক্রেটারি মান্নান সাহেব, অফিস সম্পাদক রেজাউল করিম (বিদ্যুৎ) ও ইউনিয়ন শ্রমিক সেক্রেটারি বাবলুর রশিদ।
আমীর মোসলেম উদ্দিন বলেন, আল্লাহ জীবন দান করেন আবার আল্লাহয় মৃত্যু দেন, সুস্থ ও অসুস্থ সবকিছু আল্লাহর পক্ষ থেকে আসে তাই আল্লাহর কাছে আপনারা সবাই দোয়া করবেন যাতে তিনি দূরত্ব সুস্থ হতে পারেন।
রোগীর পরিবার বলেন, আল্লাহ আপনাদের সেবা করার তৌফিল দান করুক আপনারা আমাদের খোজ খবর নিয়েছেন এতে আমরা অনেক খুশি ও রোগীর জন্য ঔষধ কিনতে পারবো।
সর্বশেষ পরিবার ও জামায়াতের নেতাকর্মীদের নিয়ে বিশেষ মোনাজাত মাধ্যমে রোগীর জন্য দোয়া করেন ও আল্লাহর কাছে সিফা কামনা করেন।
কেএ