Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫

প্রিয়জনকে প্রতিশ্রুতি দেওয়ার দিন আজ

প্রিয়জনকে প্রতিশ্রুতি দেওয়ার দিন আজ
প্রতীকী ছবি

ফেব্রুয়ারি ভালোবাসার মাস। হবেই বা না কেন? এ মাসে রয়েছে ভালোবাসা ঘিরে কত কত দিবস। তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) প্রমিস ডে । মানে প্রিয়জনকে প্রতিজ্ঞা কিংবা প্রতিশ্রুতি দেওয়ার দিন।

চলছে ভ্যালেন্টাইনস উইক। যা শুরু হয় রোজ ডে দিয়ে। এর পরে প্রোপোজ ডে, চকলেট ডে। তারপর টেডি ডে পেরিয়ে আসে প্রমিস ডে।

যেকোনো সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের ওপর। যে কথা রাখতে জানে তার ওপর বিশ্বাস সবচেয়ে বেশি জন্মায়। আর প্রিয়জনের প্রতি আবদার সর্বদা বেশিই থাকে। তবে সেই প্রিয় মানুষই যদি প্রমিস বা প্রতিশ্রুতি রাখতে না পারে তাহলে সেই সম্পর্কে আস্থা কমতে শুরু করে। তাই, অবশ্যই প্রিয়জনকে দেওয়া প্রতিশ্রুতি (প্রমিস) রাখা উচিত।

এ দিনটি মূলত ভালোবাসার সম্পর্ক মজবুত করতে পালন করা হয়। ভালোবাসায় ভুল বোঝাবুঝি এড়াতে এই দিবসটির সূচনা হয়। ভালোবাসা দিবসের আগে প্রিয়জনের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েই দিনটির শুরু হয়। এ দিন মনের সব সন্দেহ ঘুচিয়ে ফেলতে হয়। এড়িয়ে যেতে হয় সব বাধা।

কোনো একটি আচরণ, আপনার সঙ্গী পছন্দ করে না। দীর্ঘ দিন এই একই বিষয়ে আপনাদের মাঝে ঝামেলা হচ্ছে; তবে আজকের দিনে সে কাজটি না করার প্রমিস করতেই পারেন। এই কাজটি আপনি আর করবেন না। দেখবেন দুজনের মাঝে ভালোবাসা বেড়ে দ্বিগুণ হয়ে যাবে।

তবে দিনটি শুধু প্রেমিক-প্রেমিকাদের জন্য নয়। প্রমিস ডে সবার জন্যে। ভাই-বোন, মা-বাবা, প্রিয়জন সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে দেওয়া যেতে পারে প্রমিস ডে তে। তবে এ দিন নিজের কাছেও প্রতিজ্ঞাবধ থাকতে কিন্তু ভুলবেন না।

 
কেএ

নামাজের সময়সূচী

সোমবার, ১৪ জুলাই ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪

আরও পড়ুন