Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫

ভালোবাসা দিবস উপলক্ষে কোথায় কী অফার

ভালোবাসা দিবস উপলক্ষে কোথায় কী অফার
ছবি: সংগৃহীত

ভালোবাসা দিবস আর বসন্তবরণ উৎসব উদযাপিত হবে একই সঙ্গে।। ফলে উৎসব উদযাপনের পালে এবার লাগবে বাড়তি রঙ। প্রিয় মানুষের সঙ্গে কোথায় ঘুরবেন, কোথায় খাবেন ঠিক করার আগে জেনে নিন ভালোবাসা দিবস উপলক্ষে কোথায় কী অফার চলছে।  

  • পিজা হাট ভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ প্ল্যাটারের অফার দিয়েছে। মাঝারি আকারের হার্ট আকৃতির পিজার সঙ্গে পেয়ে যাবেন ৬ পিস তান্দুরি চিকেন উইংগস, স্পাইসি গার্লিক মাশরুম, কোল্ড ড্রিংক ও ২ পিস চকো ভলকেনো থাকবে প্ল্যাটারে।
  • ভালোবাসা দিবস উপলক্ষে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে থাকছে বিশেষ আয়োজন  'মেক দ্য ডেট ভ্যালেন্টাইন অন দ্য স্কাইলাইন ও এ গ্রান্ডিওস ভ্যালেন্টাইন।'  আকাশের নীচে, চাঁদের আলোয় ভালোবাসার সঙ্গীকে নিয়ে উপভোগ করতে পারবেন বারবিকিউ ক্যান্ডেল লাইট ব্যুফে ডিনার। গ্রিলড আইটেম, লাইভ কুকিং স্টেশন থাকবে আয়োজনে। এছাড়াও থাকছে ভ্যালেন্টাইন রুম স্টে প্যাকেজ।   

  • প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে ভালোবাসা দিবস উপলক্ষে থাকছে নানা আয়োজন। এক্সক্লুসিভ ক্যান্ডেললাইট ডিনার উপভোগ করতে পারবেন ৬ হাজার ৪৭৫ টাকায়। এছাড়া ১৪ হাজার টাকায় বুফে ব্রেকফাস্টসহ কাপলরা ডিলাক্স রুম বুক করতে পারবেন। 
  • বেকারি শপ মিঠাইতে ২ হাজার টাকার কেনাকাটা করলে বিনামূল্যে ভালোবাসা দিবসের একটি কেক পাওয়া যাচ্ছে। 
  • তারকা হোটেল লা মেরিডিয়ানে থাকছে বিশেষ অফার। ৪ কোর্সের মেন্যু , লাইভ মিউজিক এবং মনোমুগ্ধকর সালসা পরিবেশনার সাথে রোমান্টিক সন্ধ্যা উপভোগ করতে খরচ পড়বে ১৯ হাজার টাকা। এছাড়া ১৩ ও ১৪ ফেব্রুয়ারি একটির সঙ্গে আরেকটি বুফে পাওয়া যাবে বিনামূল্যে। খরচ পড়বে ১২ হাজার ৫০০ টাকা। 
  • হোটেল ইন্টার কন্টিনেন্টালে ক্যান্ডেললাইট বারবিকিউ ডিনার উপভোগ করতে পারেন পুলের ধারে। সঙ্গে থাকবে লাইভ মিউজিকের আমেজ। খরচ পড়বে জনপ্রতি ৯ হাজার ৫০০ টাকা। 
  • হোটেল আমারই ঢাকায় ৮ হাজার ৯৯৯ টাকায় কাপল ৪ কোর্সের সেট মেন্যু উপভোগ করতে পারবেন দুই জন। এছাড়া বিকেলে হাই টি পার্টির আয়োজন থাকছে। 
  • হাক্কা ঢাকা রেস্টুরেন্ট ভালোবাসা দিবস উপলক্ষে বিভিন্ন কাপল প্ল্যাটারে দিচ্ছে ডিস্কাউন্ট। ১০৯৯ টাকার এসব প্ল্যাটার উপভোগ করতে পারবেন ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। 
  • উডহাউস গ্রিলের স্টেকে ১৪ শতাংশ ছাড় পাবেন ১২ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। গুলশান ব্রাঞ্চে মিলবে এই অফার।

 


এএজি

নামাজের সময়সূচী

সোমবার, ১৪ জুলাই ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪

আরও পড়ুন