Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫

এআই প্রযুক্তিতে চীন এখন যুক্তরাষ্ট্রের কাছাকাছি

এআই প্রযুক্তিতে চীন এখন যুক্তরাষ্ট্রের কাছাকাছি

চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়ন এখন আর যুক্তরাষ্ট্র থেকে অনেক পিছিয়ে নেই, বরং মাত্র ৩ থেকে ৬ মাসের ব্যবধান থাকতে পারে বলে সতর্ক করেছেন ট্রাম্প প্রশাসনের সাবেক কর্মকর্তা ও বর্তমান হোয়াইট হাউসের এআই ও ক্রিপ্টো বিষয়ক উপদেষ্টা ডেভিড স্যাকস।

মঙ্গলবার ওয়াশিংটনে অনুষ্ঠিত ‘এডব্লিউএস সামিট’-এ তিনি বলেন, চীন আমাদের থেকে বছর বছর পিছিয়ে নেই, তারা হয়তো মাত্র ৩-৬ মাস পেছনে। এআই নিয়ে প্রতিযোগিতা এখন খুবই কাছাকাছি।

স্যাকস সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রে এআই প্রযুক্তির ওপর অতিরিক্ত নিয়ন্ত্রণ চাপানো হলে চীন এই সুযোগে আমেরিকান উদ্ভাবনকে ছাড়িয়ে যেতে পারে।

তার এই মন্তব্য এমন এক সময় এলো, যখন ওয়াশিংটনে দ্বিদলীয়ভাবে চীনের প্রযুক্তিগত অগ্রগতি নিয়ে উদ্বেগ বাড়ছে- বিশেষ করে এআই, কোয়ান্টাম কম্পিউটিং এবং সামরিক প্রয়োগের ক্ষেত্রে।

যুক্তরাষ্ট্র ইতোমধ্যে চীনের সেমিকন্ডাক্টর ও এআই শিল্পকে লক্ষ্য করে রপ্তানি নিষেধাজ্ঞা ও বিনিয়োগ নিয়ন্ত্রণ আরোপ করেছে। তবে বিশ্লেষকরা বলছেন, চীন রাষ্ট্রীয় সহায়তায় নিজেদের প্রযুক্তি খাত দ্রুত বিকাশ ঘটাচ্ছে এবং দেশীয় সক্ষমতা বাড়াচ্ছে। তথ্যসূত্র : রয়টার্স

 


কেএ

নামাজের সময়সূচী

সোমবার, ১৪ জুলাই ২০২৫
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪