Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪

নেত্রকোনায় বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন  মুসুল্লিরা

নেত্রকোনায় বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন  মুসুল্লিরা
ফাইল ছবি

সারা দেশের ন্যায় নেত্রকোনার কেন্দুয়ায় প্রচণ্ড তাপপ্রবাহের কারণে মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। অনেক স্থানে হিট স্ট্রোক করে মারা যাওয়ার খবরও শোনা যাচ্ছে। তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির প্রার্থনায় নেত্রকোনার  কেন্দুয়ায় পাইকুড়া ইউনিয়নের পাইকুড়া মাদ্রাসা মাঠে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেছেন স্থানীয় মুসল্লিরা।

শনিবার (২৭এপ্রিল) সকাল ১০. ৪৫ টায় উপজেলার পাইকুড়া ইউনিয়ন পাইকুরা মাদ্রাসার মাঠে এলাকাবাসীর উদ্যোগে এ বিশেষ নামাজ ও দোয়ার আয়োজন করা হয়।

ধর্মপ্রাণ মুসলমান ও এলাকার যুবকরা বিশেষ নামাজে অংশ নেন। নামাজ শেষে বৃষ্টির জন্য অঝোরে কেঁদে সৃষ্টিকর্তার কাছে বিশেষ প্রার্থনা করা হয়।

নিভিয়াঘাটা মাদ্রাসার সাবেক শিক্ষক এবং বালিয়ার পীর সাহেবের খলিফা মওলানা আবুল কালাম ওহিদুজ্জামান   ইসতিসকার নামাজের ইমামতি করেন।

এসময় তিনি সাংবাদিকদের জানান, আমাদের গুনাহ বেশি হওয়ার কারণে আল্লাহ পাক আমাদের উপর নারাজ হয়েছে। তাই আমরা আজ এই রোদে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সালাতুল ইসতিসকারের মাধ্যমে  তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে, পাইকুড়া মাদ্রাসা  মাঠে, এলাকাবাসী রহমতের বৃষ্টির আশায় ইসতিসকা নামাজ আদায় করছি । আল্লাহ, আপনি ইসতিসকা নামাজকে কবুল করুন। আমিন।

এসময় উপজেলার পাইকুড়া ইউনিয়নের সকল পর্যায়ের মুসল্লী ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।  


টিএ