Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

মিরপুরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৬

মিরপুরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৬
সংগৃহিত ছবি

কুষ্টিয়ার মিরপুরে গোষ্ঠীগত দ্বন্দ্বে দুই গ্রুপের সংঘর্ষে তৌহিদুল ইসলাম নামে এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয় জন। তাদেরকে কুষ্টিয়ার আড়াইশ' শয্যার হাসপাতালে নেয়া হয়েছে।

রোববার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে মিরপুর উপজেলার নওদা খাদিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরেই কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহুলবাড়িয়া ইউনিয়নের নওদা খাদিমপুর গ্রামে গাইন ও সরদার বংশের মধ্যে বিরোধ চলে আসছিল। তারই জেরে রোববার সকাল থেকেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সকাল ১০টার দিকে গাইন বংশের লোকজন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সরদার বংশের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে সরদার বংশের তৌহিদুল ইসলাম গুলিবিদ্ধ হন এবং আহত হন বেশ কয়েকজন। তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়ার আড়াইশ' শয্যার হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তৌহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। নিহত তৌহিদুল নওদা খাদিমপুর গ্রামের মুজাহার আলী সরদারের ছেলে।

কুষ্টিয়ার আড়াইশ' শয্যার হাসপাতালের আরএম ও তাপস কুমার সরকার জানান, গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে গুলিবিদ্ধ একজন মারা যান।

মিরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোমিনুল ইসলাম জানান, গাইন ও সরদার বংশের মধ্যে বেশ কিছুদিন ধরেই বিরোধ চলে আসছিল। তারই জেরে সকালে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তৌহিদুল ইসলাম নামে সরদার বংশের একজন মারা গেছেন। এছাড়া কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে বলেও জানান তিনি।


টিএ