Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা রবিবার, ১২ মে ২০২৪

লিসবনে প্রথম বারের মত বাংলাদেশী বুটিক হাউজ উদ্বোধন 

লিসবনে প্রথম বারের মত বাংলাদেশী বুটিক হাউজ উদ্বোধন 
বুটিক হাউজ উদ্বোধন 

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে লিসবনের বাংলাদেশী অধ্যুষিত এলাকায় প্রথম বাবের মত উদ্বোধন হয়েছে বাংলাদেশী কাপড়ের শোরুম 'মারওয়া'। 

এখানে মহিলাদের বাংলাদেশী, ইন্ডিয়ান ও পাকিস্তানী সেলাইকরা অথবা সেলাইছাড়া সব ধরনের থ্রী পিস, শাড়ী, হিজাব, বোরকা ইত্যাদি পাওয়া যাবে। তাছাড়া পুরুষদের পাঞ্জাবী, পাজামা, কুটি ইত্যাদি বাহারি পোশাকের সমারোহ করা হয়েছে। 

উদ্যোক্তারা জানান লিসবন সহ সমগ্র পর্তুগালে প্রায় ৫০ হাজার বাংলাদেশীর বসবাস কিন্তু তাদের নিত্যদিনের পোশাক সহ উৎসব উদযাপনের পোশাকের কোন শোরুম নেই। তাই ঈদকে সামনে রেখে আমাদের এই আয়োজন। 

উদ্বোধন উপলক্ষে আমন্ত্রিত অতিথি ও উপস্থিত ক্রেতারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। লিসবন সহ পর্তুগালে বর্তমানে ব্যাপক সংখ্যক বাংলাদেশী ও সাউথ এশিয়ান পরিবার বসবাস করছে। ফলে তারা এখন থেকে পছন্দের পোশাক সূলভ মূল্যে কেনার সুযোগ তৈরি হয়েছে বলে উল্লেখ করেন।


কেএ