Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শনিবার, ১১ মে ২০২৪

গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল, পরীক্ষার্থী ১০১৩৪

গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল, পরীক্ষার্থী ১০১৩৪
সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষা আগামীকাল অনুষ্ঠিত হবে। এবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ মোট ৯ টি কেন্দ্রে অংশ নেবেন দশ হাজার একশত চৌত্রিশ জন পরীক্ষার্থী। ওই দিন দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত চলবে এ পরীক্ষা।

শুক্রবার (২৬ এপ্রিল) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান , ইতোমধ্যে আমরা সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। তবে আরেকবার কেন্দ্র ভিজিটে যাবো সিট প্ল্যান ও সামগ্রিক পরিবেশ দেখার জন্য। আশাকরি সুন্দর ও সুশৃঙ্খলভাবে ভর্তি পরীক্ষা শেষ করতে পারবো। এজন্য বিশ্ববিদ্যালয়ের সবার সহযোগিতা কামনা করছি।

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অর্থাৎ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাড়া কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি), বার্ড উচ্চ বিদ্যালয়, বর্ডার গার্ড পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ , ক্যান্টনমেন্ট কলেজ, ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল, সরকারী টিচার্স ট্রেনিং সেন্টার (জিটিটিসি), গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ও কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরবর্তীতে আগামী মাসের ৩ মে মানবিক শাখা এবং ১০ মে বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষার মাধ্যমে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে।


টিএ