Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪

শিরোপায় একহাত রেখে গর্বিত আনচেলত্তি

শিরোপায় একহাত রেখে গর্বিত আনচেলত্তি
কার্লো আনচেলত্তি

গত সপ্তাহে এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে ৩-২ গোলের জয়ে অনেকটা নিশ্চিত হয়ে যায় রিয়াল মাদ্রিদের স্প্যানিশ লিগ শিরোপা। শুক্রবার রাতে রিয়াল সোসিয়েদাদকে ১-০ গোলে হারানোয় শিরোপার ট্রফি থেকে দূরত্ব কমাল কার্লো আনচেলত্তির শিষ্যরা।

এ জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে থাকা বার্সার সঙ্গে গ্যালাক্টিকোদের পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ১৪। লিগের ৩৩ ম্যাচ শেষে ৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। এক ম্যাচ কম খেলা কাতালানদের পয়েন্ট ৭০। লিগের বাকি ছয় ম্যাচে রিয়ালকে পেছনে ফেলে শিরোপা জয় অসম্ভব বার্সার জন্য।

শুক্রবার রাতে সোসিয়েদাদের বিপক্ষে রিয়ালের জার্সিতে একমাত্র গোলটি করেন ১৯ বছর বয়সী আর্দা গুলের। চলতি মৌসুমের শুরুতে ইনজুরিতে পড়েছিলেন তিনি। ফলে মৌসুমজুড়ে বেঞ্চে বসে থাকতে হয় এ তুর্কি মিডফিল্ডারকে।

তবে এ ম্যাচে প্রথমবারের মতো সুযোগ পান রিয়াল মাদ্রিদের একাদশে। ম্যাচের ২৯ মিনিটে গোল করে সেই সুযোগ বেশ ভালোভাবে কাজে লাগান গুলের। রাইট ব্যাক দানি কালভাহালের অ্যাসিস্টে দারুণ ফিনিশিংয়ে বল প্রতিপক্ষে জালে জড়ান তিনি।

মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এ জন্য ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম, আন্তোনিও রুডিগার ও এদোয়ার্দো কামাভিঙ্গার মতো বড় তারকাদের বাইরে রেখে একাদশ সাজান ইতালিয়ান কোচ আনচেলত্তি।

এরপরও জয় পেতে সমস্যা হয়নি স্প্যানিশ জায়ান্টদের। ম্যাচ শেষে গোলদাতা ও জয়ের নায়ক গুলের-এর প্রশংসা করে আনচেলত্তি বলেন, ‘আর্দা গুলের গোল করেছে, সে ভবিষ্যতে আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে যাচ্ছে। কোনো সন্দেহ নেই যে আগামী বছর সে এখানেই থাকছে।’

রিয়ালের হাতের নাগালে লিগ শিরোপা। এমন পরিস্থিতিতে একাদশে বড় পরিবর্তন আনা স্বাভাবিক। তবে এ ম্যাচের প্রতিপক্ষকে হালকাভাবে নিয়েছে রিয়াল। এমন সমালোচনার জবাবে ইতালিয়ান এ কোচ বলেন, ‘এটা নিশ্চিত যে অনেকে ভেবেছিল রিয়াল এখানে বেড়াতে এসেছে। তবে দলের ফুটবলাররা তেমনটা ভাবেনি। ফুটবলাররা গর্ব করার মতো কাজ করেছে। আর তাদের মনে জয়ের আকাঙ্ক্ষাটা সব সময় থাকে।’ 
কেএ

নামাজের সময়সূচী

শুক্রবার, ১০ মে ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪