Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা রবিবার, ০৭ জুলাই ২০২৪

রিজার্ভ সংকট মোকাবিলায় চীনের সহযোগিতা চেয়েছে ‘বাংলাদেশ’

রিজার্ভ সংকট মোকাবিলায় চীনের সহযোগিতা চেয়েছে ‘বাংলাদেশ’
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

রিজার্ভ সংকট মোকাবিলায় চীনের  সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে বড় সফলতার আশা দেখালেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বৃহস্পতিবার (০৪ জুলাই) কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডি ক্যাব আয়োজিত এক আলোচনা সভায় একথা জানান তিনি।
 
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন,  রিজার্ভ সংকট মোকাবিলায় চীনের কাছে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে বাংলাদেশের প্রথম অন্য দেশ থেকে সহযোগিতা প্রত্যাশা।  তিনি আরও বলেন, এ বিষয়ে একটি সাফল্য আসতে পারে প্রধানমন্ত্রীর সফরে। তবে এখনো সে বিষয়ে কিছু বলতে চান না তিনি। এ সময় তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প সম্পর্কে ইয়াও ওয়েন বলেন, ‘এ প্রকল্পে ভারতের সঙ্গে একযোগে কাজ করতে রাজি আছে চীন। যেকোনো সিদ্ধান্তকে আমরা সম্মান করব। এ প্রকল্প নিয়ে প্রস্তাব দিয়েছিলাম আমরা। এখনও আমরা বাংলাদেশের সিদ্ধান্তের অপেক্ষায়।’


এএজি

নামাজের সময়সূচী

রবিবার, ০৭ জুলাই ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪