Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

‘বাংলা ব্লকেড’ কর্মসূচি

কুষ্টিয়া-খুলনা মহাসড়কে ইবি শিক্ষার্থীদের অবরোধ

কুষ্টিয়া-খুলনা মহাসড়কে ইবি শিক্ষার্থীদের অবরোধ
মহাসড়কে ইবি শিক্ষার্থীদের অবরোধ

কোটা সংস্কারের দাবিতে তৃতীয়দিনের মতো কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এসময় সড়কের উভয়পাশে গাছের গুড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

দেশব্যাপি ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে রোববার (৭ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে প্রধান ফটক সংলগ্ন মহাসড়কে এসে শেষ হয়। 



দীর্ঘ দুই ঘন্টা অবরোধে কুষ্টিয়া-ঝিনাইদহ অভিমুখে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আন্দোলন চলাকালীন অ্যাম্বুলেন্স ব্যাতিত কোন ধরনের গাড়ি চলতে দেয়নি তারা। এসময় তারা কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এছাড়া বিভিন্ন প্রতিবাদী গান ও কবিতা আবৃত্তি করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে বেলা দেড়টার দিকে সড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা।

এসময় কোটা সংস্কারের দাবি তুলে শিক্ষার্থীরা বলেন, ‘যে বৈষম্য থেকে মুক্তির জন্য দেশ স্বাধীন হয়েছে, সেই বৈষম্য দূর করার জন্যই সাধারণ ছাত্রসমাজ জেগে উঠেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।’



আন্দোলন চলাকালীন এক নারী শিক্ষার্থী বলেন, ‘আমি একজন নারী এবং আমার বাবা একজন শিক্ষক। আমার দুটি কোটা থাকার পরেও জাগ্রত বিবেকের কারণে আমি কোটা সুবিধা নিতে চাই না। আমরা জানি, কোটা সুবিধা শুধুমাত্র অনগ্রসর জনগোষ্ঠীর জন্য প্রযোজ্য। আজ নারীরা অগ্রসর। আমরা শপথ করছি দাবি না মানা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।’

 


কেএ

নামাজের সময়সূচী

রবিবার, ০৬ অক্টোবর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪