অভিভাবক সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত
নওগাঁর আত্রাই উপজেলার মধ্যে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাঁচুপুর ইউনিয়নের গুড়নই সিনিয়র ( আলিম) মাদরাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৮ সেপ্টম্বর সকাল ১১টায় মাদরাসার নব নিয়োগ প্রাপ্ত অধ্যক্ষ বিশিষ্ট আলেমেদ্বীন মৌওলানা মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার প্রভাষক মোঃজাকির হোসেন এর সঞ্চালনায় মাদ্রাসার হল রুসে সুন্দর ও মনোরম পরিবেশে অভিভাবক সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিতহয়।
উক্ত অভিভাবক সমাবেশে মতবিনিময় সভাটি মূখ্য বিষয় ছিল ছাত্র-ছাত্রীদের পড়া লেখোরমান উন্নয়নের নিমিত্তে অভিভাবক মন্ডলীর সচেতনতা মূলক কিছু মৌলিক বিষয় নিয়ে। উক্ত সভায় শিক্ষকমন্ডলীর পক্ষে দিক নির্দেশনা মূলক গুরুত্বপূণ আলোচনা রাখেন আরবী বিভাগের প্রভাষক মৌওলানা মোঃ মোবারক হোসেন, গুড়নই সিনিয়র মাদরাসার সাবেক সভাপতি ও পাচুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃএমদাদুল হক পিন্টু বিশ্বাস এবং ছাত্র অভিভাবক মোঃ মোস্তফা কামাল,অভিভাবক সদস্য সেলিনা বেগম ছাত্র-ছাত্রীদেরকে আন্তরিকতার সাথে পাঠদান ও সুশিক্ষিত করে গড়ে তোলার লক্ষে অভিভাবকমন্ডলীর পক্ষে আলোচনা রাখেন সাবেক সভাপতি মোঃ এমদাদুল হক পিন্টু বিশ্বাস, ইউনাইটেডপ্রেস ক্লাব, আত্রাই, নওগাঁ .সাংবাদিক কামাল উদ্দিন টগর, সমাজ সেবক , মোঃ আমজাদ হোসেন সরদার প্রমূখ।
মতবিনিময় সভায় উপস্থিত অভিভাবক সদস্যরা, সাবেক ম্যানেজিং কমিটির সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলেন অত্র প্রতিষ্ঠানে জুন মাসে তরি ঘরি নিয়োগে ম্যানেজিং কমিটির সাথে পরমর্শ ছাড়াই সভাপতি মোঃ বেদারুল ইসলামে ও ভাপ্রাপ্ত অধ্যক্ষ মোঃআবুল কালাম আজাদের নিয়োগ বানিজের ৫০ লাখ টাকা আত্নসাৎ এর হিসাব আগামী ১৫ দিনের মধ্যে বর্তমান নিয়োগ প্রাপ্ত অধ্যক্ষ ও সাবেক পরিচালনা কমিটির নিকট জনসন্মুখে উপস্থাপন ও প্রদান করতে অনুরোধ জানানো হয় নতুবা বতমান অধ্যক্ষ সাহেবকে তাদের বিরুদ্ধে আ্ইন গত ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানানো হয়।
এএজি