Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

আত্রাইয়ে মরহুম মোল্লা আজাদ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

আত্রাইয়ে মরহুম মোল্লা আজাদ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
(ছবি সংগৃহিত)

নওগাঁর আত্রাইয়ে মরহুম মোল্লা  আবুল কালাম আজাদ স্মরনে ফুটবল টুর্ণামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) বিকাল ৩টায় মোলা আজাদ  মেমোরিয়াল বিশ্ব বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মরহুম মোল্লা আজাদ ফুটবল টুর্ণামেন্ট এর দ্বিতীয় দিনের খেলা উদ্বোধন করেন নওগাঁ জেলা বিএনপির সহ সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক আত্রাই শেখ পরিবারের কৃতি সন্তান শেখ রেজাউল ইসলাম রেজু।

 এসময় উপস্থিত ছিলেন আত্রাই থানা বিএনপির আহ্বায়ক মোঃআব্দুল জলিল চকলেট, থানা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোঃ আব্দুল মান্নান সরদার, থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও থানা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম  সদস্য মোঃ তসলিম  উদ্দিন সাখিদার, থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বিশিষ্ট ডিস ব্যবসায়ী আত্রাইয়ের কৃতি সন্তান সাবেক ফুটবলার মোঃ আবুবক্কর সিদ্দিক বক্কর, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী বিএনপি’র নেতা মোঃ আলমগীর হোসেন, আহসান গঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ মন্জুরুল আলম মনন্জু,ভোঁপাড়া ইউনিয়ন বিএনপি’র নেতা ও ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের  সদস্য  মোঃসাইদুর রহমান, বিএনপি নেতা হামিদুল হক বাবু, মোঃ কামাল  মন্ডল। ধারা ভাস্যকার হিসেবে খেলাটি  ফুটবল প্রেমিদের, উপস্থিত উৎসাহ দেন উত্তর বঙ্গের বিশিষ্ট ধারা ভাস্যকার নওগাঁর  কৃতি সন্তান খুশেদ রায়হান।

প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন আত্রাই উপজেলার বিশিষ্ট মৎস্য ব্যাবসায়ী  সমাজ সেবক মোঃ মোফাজ্জল হোসেন মোফা আজকের দ্বিতীয় দিনের খেলায় যে দুটি  দল অংশ গ্রহন করেন নওগাঁ সাপাহার  বরেন্দ্র ক্লাব ও গাইবান্দা একাদশ। খেলায় রেফারি হিসেবে খেলাটি পরিচালনা  করেন বিশিষ্ট ফুটবলার মোঃ আব্দুর রশিদ, সহকারী রেফারী  হিসেবে দায়িত্ব পালন করেন মোঃসাজ্জাত হোসেন, মোঃ ডাব্লু, মেঃ আব্দুল হামিদ ও রাব্বি হোসেন।

 স্থানীয় ভঁর-তেঁতুলিয়া, সদুপুর, খোলা পাড়ার গ্রামের যুব সমাজএর উদ্যোগে  সমাজে যুবদের মাদক দ্রব্য পরিহার, ইফটিজিং, অন্ধকার জগৎ থেকে সুস্থ্য,স্বাভাবিক জীবন যাপনের লক্ষে  এমন মহৎ উদ্যোগকে আত্রাই বাসী স্বাগত জানান। হাজার হাজার দশক খেলার মাঠে উপস্থিত ছিলেন এবং খেলা উপভোগ করেন।


এএজি

সর্বশেষ

নামাজের সময়সূচী

বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪

আরও পড়ুন