Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

টেস্ট ইতিহাসে প্রথম দল হিসেবে ভারতের ছক্কার ‘সেঞ্চুরি’

টেস্ট ইতিহাসে প্রথম দল হিসেবে ভারতের ছক্কার ‘সেঞ্চুরি’
ছবি: সংগৃহীত

প্রথম দল হিসেবে এক বর্ষপঞ্জিকায় টেস্টে ১০০ ছয় মারার কীর্তি গড়লো ভারত। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে এই মাইলফলক ছুঁয়েছে রোহিত শর্মার দল।

শুক্রবার দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলির ছক্কায় এই মাইলফলকে পৌঁছায় ভারত, যা ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার ঘটলো।

এর আগেও রোহিত শর্মার দল ২০২২ সালে বাংলাদেশ সিরিজে এক বছরে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়ে ইংল্যান্ডকে (৮৯) পেছনে ফেলে।

সর্বকালের তালিকাতে তৃতীয় স্থানেও আছে ভারত, ২০২১ সালে ৮৭ ছয় মেরেছিল। ২০১৪ ও ২০১৩ সালে ৮১ ও ৭১ ছক্কা মেরে সেরা পাঁচের বাকি দুটি স্থানে নিউজিল্যান্ড।

এই বছর তিন ফরম্যাট মিলিয়ে ৩০০ ছয়ের কীর্তিও গড়েছে ভারত, এনিয়ে টানা তৃতীয় বছর। তাদের ব্যাটার যশস্বী জয়সওয়াল টেস্টে এই বছর দলের হয়ে সর্বোচ্চ ২৯টি ছয় মেরেছেন। এক বছরে সবচেয়ে বেশি ছয় মারার কীর্তি গড়ার খুব কাছে তিনি। ২০১৪ সালে সর্বোচ্চ ৩৩ ছক্কা মারেন কিউই ব্যাটার ব্রেন্ডন ম্যাককালাম।

অন্যদিকে ভারতীয় টেস্ট দলের হয়ে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ডে বীরেন্দর শেবাগকে (৯১) পেছনে ফেলার পথে রোহিত (৮৮)। কেবল তিন ব্যাটার বেন স্টোকস, ম্যাককালাম ও অ্যাডাম গিলক্রিস্ট টেস্ট ক্রিকেটে ছক্কার সেঞ্চুরি মেরেছেন।

 
এএজি

নামাজের সময়সূচী

মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪