Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

বাকৃবিতে পিএইচডি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে 'ম্যাপিং উইথ আর্কজিআইএস' শীর্ষক কর্মশালা

বাকৃবিতে পিএইচডি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে 'ম্যাপিং উইথ আর্কজিআইএস' শীর্ষক কর্মশালা
ফাইল ছবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পিএইচডি শিক্ষার্থীদের গবেষণায় প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী ‘ম্যাপিং উইথ আর্কজিআইএস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। তিনি শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।

কর্মশালায় অংশ নেন ৪২ জন পিএইচডি শিক্ষার্থী, যারা গবেষণায় মানচিত্র তৈরির পাশাপাশি ভূগোল সংক্রান্ত তথ্য বিশ্লেষণের দক্ষতা অর্জন করেছেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিএইচডি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোর্শেদ হাসান মোস্তফা এবং সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক মাহমুদুন্নবী মিঠু।

মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার কর্মশালার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বলেন, গবেষণার ক্ষেত্রে আর্কজিআইএস পিএইচডি শিক্ষার্থীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। তিনি আরও উল্লেখ করেন, গবেষণা মান উন্নয়নে এ ধরনের প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সমাপনী বক্তব্যে অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, গবেষণায় প্রযুক্তির ব্যবহার এবং দক্ষতা অর্জন বর্তমান সময়ে অত্যাবশ্যক। এই কর্মশালাটি শিক্ষার্থীদের গবেষণার গুণগত মান বাড়াতে বিশেষভাবে সহায়ক হবে। আর্কজিআইএস এর মাধ্যমে মানচিত্র ও ভূগোল বিষয়ক তথ্যের বিশ্লেষণ শিক্ষার্থীদের একাডেমিক কাজের পাশাপাশি বাস্তব ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

তিনি আরও বলেন, বিশ্বমানের গবেষণায় এগিয়ে যেতে প্রযুক্তি ও তথ্য ব্যবস্থাপনার দক্ষতা অর্জন এখন সময়ের দাবি। শিক্ষার্থীদের এমন সুযোগ গ্রহণ করে নিজেদের গবেষণাকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানাই।

 
কেএ

নামাজের সময়সূচী

মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪