Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

সাফজয়ী মেয়েদের জন্য দেড় কোটি টাকা বোনাস বাফুফের

সাফজয়ী মেয়েদের জন্য দেড় কোটি টাকা বোনাস বাফুফের
সংগৃহিত ছবি

নেপালের কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপে টানা দুবার শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। তাদের টানা নৈপুণ্যের স্বীকৃতি স্বরূপ ক্রীড়া মন্ত্রণালয় থেকে এক কোটি টাকা বোনাস ঘোষণা করা হয়েছিল। এবার বোনাসের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে)।

শনিবার (৯ই নভেম্বর) সাবিনা- তহুরাদের জন্য দেড় কোটি টাকা বোনাস ঘোষণা করা হয়েছে।

শনিবার ছিল তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন বাফুফের নতুন কমিটির প্রথম সভা। টানা কয়েক ঘণ্টার সভা শেষে সদস্য আমিরুল ইসলাম বাবু সংবাদ মাধ্যমে এমন কথা জানান। এছাড়া সভায় কমিটিও গঠন করা হয়েছে। ফিন্যান্স কমিটি চার বছরের জন্য দায়িত্বে থাকবে সভাপতি তাবিথ আউয়ালের অধীনে। এছাড়া অন্য কমিটিগুলো হবে এক বছর মেয়াদী।

বাফুফের সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেছেন, ‘আজ অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই কমিটির পক্ষ থেকে সাফজয়ী মেয়েদেরকে দেড় কোটি টাকা বোনাস দেওয়া হবে। এটাই প্রথম সিদ্ধান্ত হয়েছে।’

গত ৩০শে অক্টোবর কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপ জেতে বাংলাদেশ। ফেরার পর ছাদখোলা বাসে আবারও সংবর্ধনা দেওয়া হয় তাদের। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসও। 


টিএ

নামাজের সময়সূচী

মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪