Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

৩ মাস বন্ধ থাকার পর চালু হলো সিরাজগঞ্জ এক্সপ্রেস

৩ মাস বন্ধ থাকার পর চালু হলো সিরাজগঞ্জ এক্সপ্রেস
ছবি: সংগৃহীত

তিন মাস দশ দিন পর চালু হলো সিরাজগঞ্জ শহর থেকে ঢাকাগামী একমাত্র ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস।

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৬টায় সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

সিরাজগঞ্জ বাজার স্টেশনের বুকিং সহকারী কবির হোসেন বলেন, ‘গত দুই দিনে এই স্টেশনে ৪২টি টিকিট বিক্রির বিপরীতে ১০ হাজার ১৩৫ টাকা জমা হয়েছে। পূর্বঘোষিত সময়েই আজ সকাল ৬টায় আটটি বগিতে ৪২ জন যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। ছুটির দিন থাকায় ট্রেনে যাত্রীর সংখ্যা তুলনামূলক কম হয়েছে।’

সিরাজগঞ্জ বাজার স্টেশন সূত্রে জানা গেছে, ট্রেনটির আটটি বগিতে সিরাজগঞ্জ বাজার স্টেশনের জন্য ১০৪টি আসন বরাদ্দ রয়েছে। এর মধ্যে ২৭৫ টাকা ভাড়ায় শোভন চেয়ার ৩০টি, ২৩০ টাকা ভাড়ায় শোভন ৭০টি ও ৩৬৫ টাকা ভাড়ায় ৪টি প্রথম শ্রেণির এফ আসন আছে। এখন থেকে শনিবার ব্যতীত সপ্তাহের বাকি দিনগুলোতে ট্রেনটি ভোর ছয়টায় সিরাজগঞ্জ থেকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশে ছেড়ে যাবে। একই সঙ্গে বিকাল সোয়া চারটায় ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে আসবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (পাকশী) শাহ সুফি নুর মোহাম্মদ গণমাধ্যমকে বলেন, ছাত্র-জনতার দাবির পরিপ্রেক্ষিতে ট্রেনটি চালু করা হয়েছে।

 


এএজি

নামাজের সময়সূচী

শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪