Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

আমার প্রশাসন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে দৃঢ়ভাবে কাজ করবে: ট্রাম্প

আমার প্রশাসন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে দৃঢ়ভাবে কাজ করবে: ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ (১৫ নভেম্বর) বলেছেন, আমার প্রশাসন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে দৃঢ়ভাবে কাজ করবে। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ফ্লোরিডায় মার-এ-লাগো ক্লাবে আমেরিকা ফার্স্ট পলিসি ইন্সটিটিউটে ট্রাম্প বলেছেন, আমরা মধ্যপ্রাচ্য নিয়ে কাজ করতে যাচ্ছি এবং রাশিয়া ও ইউক্রেন নিয়ে অত্যন্ত কঠিনভাবে কাজ করতে যাচ্ছি। এটা থামাতে হবে, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে হবে।

নব-নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, আজ আমি একটা রিপোর্ট দেখলাম। গত তিন দিনে হাজারো লোক নিহত হয়েছে, হাজার হাজার নিহত হয়েছে। তারা সেনা হতে পারেন কিন্তু তারা সেনা হোক বা শহরে বসে থাকা মানুষ হোক- এটা নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি।   

এ ছাড়া মার্কিন নির্বাচনে ভূমিধস জয় পাওয়া নিয়ে ট্রাম্প বলেছেন, আমেরিকান জনগণ খুব আশ্চর্যজনক কিছু প্রদান করেছে। ১২৯ বছরে এটি সবচেয়ে বড় রাজনৈতিক জয়... আমরা সব কয়টি সুইং স্টেটে জিতেছি। আমরা পপুলার ভোটেও জিতেছি।

গত ৫ নভেম্বর নির্বাচনে জয়লাভ করার পর থেকেই দেশ ভালো কিছু করছে বলে দাবি করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। এনিয়ে ট্রাম্প বলেছেন, এখন একটি বিষয় হচ্ছে স্পিকার, আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ। আপনার একটি বিল পাস করা উচিৎ- আমার মেয়াদ ৫ নভেম্বর থেকে শুরু করা উচিৎ।

এবার নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান দেশটির কংগ্রেসের উভয়কক্ষ সিনেট ও প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আগামী বছরের ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।

 
এএজি

নামাজের সময়সূচী

শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪