Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

বশেমুরবিপ্রবির নতুন প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব

বশেমুরবিপ্রবির নতুন প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব
ছবি: বশেমুরবিপ্রবির নতুন প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজীবকে প্রক্টর করে ছয় সদস্য বিশিষ্ট নতুন প্রক্টোরিয়াল বডি নিয়োগ দেওয়া হয়েছে।  

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৫:৩০ মিনিটে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক স্বার্থ ও বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় ড. আরিফুজ্জামান রাজীবকে প্রক্টর হিসেবে এবং সহকারী প্রক্টর হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আইরিন পারভিন, কৃষি বিভাগের সহকারী অধ্যাপক মো. আরিফুল ইসলাম, মার্কেটিং বিভাগের প্রভাষক মো. আসিফ খালেদ, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক মো. গোলাম সরোয়ার এবং ইতিহাস বিভাগের প্রভাষক মুজাহিদুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।  

নবনিযুক্ত প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করার জন্য পাশে থাকার অনুরোধ করেছেন। সবাইকে নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।


টিএ

নামাজের সময়সূচী

শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪

আরও পড়ুন