প্রক্টর নিয়োগ ঘিরে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) পুরোনো প্রক্টরিয়াল বডি বাতিল করে নতুন প্রক্টরিয়াল বডি নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) এবং এপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (ACCE) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে এই সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৭:৩০ মিনিটে সাবেক প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামানের সমর্থনে এপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা তাকে বাতিলের প্রতিবাদে প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। অন্যদিকে, নবনিযুক্ত প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজীবের পক্ষে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা নিয়োগকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করেন।
দুই বিভাগের শিক্ষার্থীরা মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে মুখোমুখি হলে একপর্যায়ে কয়েক দফায় সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় বিভাগের কয়েকজন শিক্ষার্থী আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান, নবনিযুক্ত প্রক্টরসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা ঘটনাস্থলে উপস্থিত হন।
উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান বলেন, “দেশে একটি পরিবর্তনের ধারা চলছে। তোমাদের উচিত পরিবর্তনকে মেনে নেওয়া এবং আমাদের সহযোগিতা করা। আমরা শুধু একজনকে সরিয়ে আরেকজনকে দায়িত্ব দিয়েছি কাজের জন্য। নতুন প্রক্টরকে সুযোগ দিয়ে দেখো তিনি কেমন কাজ করেন। যদি ভালো না হয়, ভবিষ্যতে আবার পরিবর্তন আনা হবে। এখানে কোনো দলবাজি বা পক্ষপাতিত্ব নেই, শিক্ষার্থীদের স্বার্থই আমাদের প্রধান বিবেচ্য।”
উল্লেখ্য, মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৫:৩০ মিনিটে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা যায়, সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজীবকে প্রধান করে ছয় সদস্যবিশিষ্ট নতুন প্রক্টরিয়াল বডি গঠন করা হয়েছে।
কেএ