বঙ্গমাতা হলে হাউজ টিউটর হিসেবে নিয়োগ পেলেন আফরোজা ইসলাম
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে হাউজ টিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের সহকারী অধ্যাপক আফরোজা ইসলাম লিপি।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। পরে বুধবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় আফরোজা ইসলাম লিপি যোগদান করেন। বঙ্গমাতা হলের হল প্রভোস্ট হাবিবা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।
অফিস আদেশে বলা হয়, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আফরোজা ইসলাম লিপিকে যোগদানের তারিখ হতে কার্যকর হওয়ার শর্তে পরবর্তী ০২ (দুই) বছরের জন্য এই বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের 'হাউজ টিউটর' হিসেবে নিয়োগ প্রদান করা হলো। বিধি মোতাবেক তিনি এ পদের সকল সুবিধাদি প্রাপ্য হবেন।
আফরোজা ইসলাম লিপি হাউজ টিউটর হিসেবে নিয়োগ পাওয়ায় আনন্দ প্রকাশ করে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ৬১০ নং কক্ষের আবাসিক শিক্ষার্থী প্রিয়া সরকার বলেন, আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। ম্যাম আগে দোলনচাঁপা হলে হাউজ টিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমিও তখন দোলনচাঁপায় ছিলাম। হলের পরিবেশ এবং শিক্ষার্থীদের ব্যক্তিগত উন্নয়নের জন্য একজন টিউটরের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। দোলনচাঁপায় থাকা অবস্থায় আমি দেখেছি ম্যাম আমাদের প্রয়োজন, সমস্যা ও চাহিদাগুলোর প্রতি বেশ যত্নশীল। ম্যামের সহানুভূতিশীল মনোভাব, শিক্ষার প্রতি আগ্রহ, সময়ানুবর্তিতা এবং মানবিক গুনাবলী আমাদের মাঝে এক নতুন উদ্দীপনা এবং মনুষ্যত্ববোধের জাগরণ ঘটায়। তিনি আমাদের মানসিক, সামাজিক এবং সাংস্কৃতিক দিক দিয়েও পরামর্শ দিয়ে থাকেন। আমি বিশ্বাস করি, বঙ্গমাতা হলে ম্যামের উপস্থিতি ও দিকনির্দেশনা আবাসিক শিক্ষার্থীদের উপর অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে এবং সেইসাথে হলের পরিবেশ আরও উন্নত হবে।
এসম্পর্কে আফরোজা ইসলাম লিপি বলেন, আমি ২য় বার হাউজ টিউটরের দায়িত্ব পেলাম। এর আগে দোলনচাঁপা হলের হাউজ টিউটর ছিলাম। এই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে এখানে যেকোনো দায়িত্ব পালন আমার জন্য আনন্দের। সকলের দোয়া প্রার্থী আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে পারি।
উল্লেখ্য, আফরোজা ইসলাম লিপি নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগ থেকে ২০১৫ সালে ৩.৯১ সিজিপিএ প্রাপ্ত হয়ে স্নাতক ও ২০১৬ সালে ৩.৯০ সিজিপিএ প্রাপ্ত হয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয়ের সামজিক বিজ্ঞান অনুষদে স্নাতক পর্যায়ে সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত হওয়ায় ২০১৭ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক তিনি প্রধানমন্ত্রী স্বর্ণপদক অর্জন করেন।
টিএ