Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

সাংবাদিকদের ফ্যাসিবাদের দোসর বলা ঠিক হবে না : প্রেস সচিব

সাংবাদিকদের ফ্যাসিবাদের দোসর বলা ঠিক হবে না : প্রেস সচিব
প্রধান উপদেষ্টা প্রেস সচিব শপিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “ফ্যাসিবাদী রেজিমে সাংবাদিক ও গণমাধ্যমের কার কী ভূমিকা ছিল, সেটা খুঁজে দেখতে হবে। তার আগে সবাইকে ঢালাওভাবে ফ্যাসিবাদ বা ফ্যাসিবাদের দোসর বলা ঠিক হবে না।”

বুধবার (২০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে “জুলাই গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা: জবাবদিহিতা ও সংস্কার প্রস্তাব” শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

 তিনি বলেন,“ গত ১৬ বছরে কীভাবে শেখ হাসিনার ফ্যাসিবাদ রেজিম কায়েম হয়েছে, সেটা সাংবাদিকদের তুলে ধরতে হবে। এগুলো যেন আমরা ভুলে না যাই। প্রতিটি ঘটনা লিপিবদ্ধ হওয়া প্রয়োজন। এটা আমাদের ইতিহাসের দায়। এই দায়টা পরিশোধ করতে হবে।”

তিনি আরও বলেন, “প্রতিটি বিষয়ে সিরিয়াস গবেষণা হওয়া প্রয়োজন। যাতে ভবিষ্যৎ প্রজন্মকে দেখাতে পারবো কীভাবে ১৬ বছরে ফ্যাসিবাদ কায়েম হয়েছে।”

 


এএজি

নামাজের সময়সূচী

রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪