সিওয়াইবি ডিআইইউ শাখায় নতুন নেতৃত্বে সাজেদুর ও কালাম
ভোক্তা অধিকার সংগঠন 'কনশাস কনজ্যুমার্স সোসাইটি' (সিসিএস) এর যুব শাখা 'কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ' (সিওয়াইবি) এর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাজেদুর রহমানকে সভাপতি এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. আবুল কালামকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ১৪ সদস্যের কমিটির অনুমোদন দেন সিসিএস এর নির্বাহী পরিচালক ও সিওয়াইবি এর সভাপতি পলাশ মাহমুদ এবং সাধারণ সম্পাদক ইমরান শুভ্র।
নতুন কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. ইকবাল হোসাইন, মো. মেহেদী হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক মো. জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. আশরাফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শওকত আলী আলভি, মিডিয়া সম্পাদক সাব্বির হাসান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ পারভেজ আহমেদ, ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক সাদিয়া খাতুন, আইন সম্পাদক অনুপম রায়, কার্যনির্বাহী সম্পাদক রুবায়েত ইসলাম।
উল্লেখ্য, বেসরকারী ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি বাংলাদেশের ৩৩৫টি থানা, ৬১টি জেলা ও ৫১টি বড় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার স্বেচ্ছাসেবী নিয়ে সক্রিয় ভূমিকা রাখছে।
এএজি/ নুর ইসলাম