Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

বাকৃবিতে 'মাদকমুক্ত দেশ গড়ি, মাদককে না বলি' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বাকৃবিতে 'মাদকমুক্ত দেশ গড়ি, মাদককে না বলি' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ছবি: বাকৃবিতে 'মাদকমুক্ত দেশ গড়ি, মাদককে না বলি' বাকৃবিতে আলোচনা সভা

“মাদকমুক্ত দেশ গড়ি, মাদককে না বলি”—এ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জ ও বাকৃবির যৌথ আয়োজনে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বাকৃবির ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. গোলাম রাব্বানী, ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. মো. শহীদুল হক, উচ্চশিক্ষা ও গবেষণা কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম এবং প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক ড. মো. রুহুল আমিন।বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষ ও অনুষদের শিক্ষার্থীরা এ সভায় অংশ নেন। সভাপতিত্ব করেন বাকৃবি প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম।

সভার প্রধান আলোচক ও বাংলাদেশ পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মো. আশরাফুর রহমান জানান, বাংলাদেশে প্রায় ৭৩ লক্ষ মানুষ মাদকাসক্ত। এর মধ্যে ৪৮ শতাংশ শিক্ষিত জনগোষ্ঠী। কিশোর ও তরুণদের মধ্যে মাদকাসক্ত হওয়ার প্রবণতা বেশি। আনন্দ, কৌতূহল, হতাশা এবং সঙ্গদোষ শিক্ষার্থীদের মাদকের দিকে ঠেলে দেয়। এর পরিণতি অকালমৃত্যু ছাড়া আর কিছুই নয়।

ডিআইজি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো সুন্দর প্রাঙ্গনে মাদকের কোনো জায়গা হতে পারে না। মাদকাসক্ত নিরসনে সবাইকে একযোগে কাজ করতে হবে।

বিশেষ আলোচক অতিরিক্ত ডিআইজি মো. আজিজুল ইসলাম মাদক থেকে মুক্ত থাকার উপায় এবং মাদকবিরোধী আইনের বিভিন্ন দিক তুলে ধরেন।

সভায় প্রধান অতিথি বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, মাদক আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে রক্ষা করতে আমরা শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার পরিকল্পনা করছি। শিক্ষার্থী থেকে শিক্ষক—সবার সহায়তায় মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে তুলব।

মাদকের ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতামূলক এ আয়োজনে শিক্ষার্থীরা মাদকবিরোধী অভিযানে সক্রিয় ভূমিকা পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
টিএ

নামাজের সময়সূচী

শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৭
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪

আরও পড়ুন